Advertisment

dc vs kkr Playing 11: দিল্লির এই বোলার-ই হয়ত নাইটদের মৃত্যুদূত, হুঁশিয়ার রিঙ্কু-রাসেলরাও! দেখুন KKR-এর প্ৰথম ১১ কেমন হবে

IPL 2024,dc vs kkr Playing 11 Prediction, head-to-head stats, key players, pitch report and weather update: আইপিএলের সূচনালগ্ন থেকে দিল্লি এবং কলকাতা ৩২ বার মুখোমুখি হয়েছে। এই লড়াই সামান্য এগিয়ে রয়েছে কেকেআর। ১৬ বার-ই জয় পেয়েছে নাইটরা। দিল্লির জয় ১৫টিতে। তবে ২০২২-এর পর শেষ তিন সাক্ষাতেই জয় পেয়েছে কেকেআর শিবির।

author-image
IE Bangla Sports Desk
New Update
Kolkata Knight Riders Playing 11 Prediction, কেকেআর, দিল্লি ক্যাপিটালস

dc vs kkr Playing 11: দিল্লির বিপক্ষে সেরা একাদশই নামাচ্ছে কেকেআর (আইপিএল)

IPL 2024 Match 10, Delhi capitals vs Kolkata Knight Riders Playing XI: ভাইজ্যাগের ওয়াই রাজশেখারা রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে হোম ম্যাচ খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস। প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। অপ্রতিরোধ্য সিএসকেকে হারিয়ে দিয়েছে দিল্লি। এই ভেন্যুতেই। এবার কেকেআরের জোড়া জয়ের ধারা আটকানোর জন্য প্রস্তুত পন্থের ক্যাপিটালস।

Advertisment

Playing XI predictions for the DC vs KKR IPL match:

কেকেআরের বিরুদ্ধে দিল্লির সম্ভাব্য একাদশ:
পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ঋষভ পন্থ, ট্রিস্টান স্টাবস, অভিষেক পোড়েল, অক্ষর প্যাটেল, আনরিখ নকিয়া, মুকেশ কুমার, ইশান্ত শর্মা, খলিল আহমেদ
ইমপ্যাক্ট প্লেয়ার: রসিক সালাম দার/ সুমিত কুমার

দিল্লির বিপক্ষে কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ:
ফিল সল্ট, ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন, শ্রেয়স আইয়ার, রামনদীপ সিং, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, মিচেল স্টার্ক, অনুকূল রায়, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী

ইমপ্যাক্ট প্লেয়ার: সুয়াশ শর্মা/বৈভব অরোরা/ সাকিব হুসেন

দিল্লির যে তারকার দিকে নজর থাকবে- পাওয়ার প্লেতে দুরন্ত স্পেলে সিএসকেকে শেষ করে দিয়েছিলেন খলিল আহমেদ। কেকেআরের শক্তিশালী ব্যাটিংকে থামানোর জন্য খলিল আবার-ও দিল্লির সেরা বাজি হতে চলেছে।

কেকেআরের যে তারকার দিকে নজর থাকবে: নাইটদের টানা তিন ম্যাচ জয়ের জন্য অপরিহার্য হয়ে উঠতে পারেন আন্দ্রে রাসেল। ব্যাট এবং বল হাতে এই মুহূর্তে দারুণ।ছন্দে রয়েছেন তিনি।

DC vs KKR head-to-head IPL stats
আইপিএলের সূচনালগ্ন থেকে দিল্লি এবং কলকাতা ৩২ বার মুখোমুখি হয়েছে। এই লড়াই সামান্য এগিয়ে রয়েছে কেকেআর। ১৬ বার-ই জয় পেয়েছে নাইটরা। দিল্লির জয় ১৫টিতে। তবে ২০২২-এর পর শেষ তিন সাক্ষাতেই জয় পেয়েছে কেকেআর শিবির।

Delhi Capitals win-loss record at Vizag

২০১৫-এর পর থেকে দিল্লি ভাইজ্যাগের মাঠে ছয় বার নেমেছে। এর মধ্যে দিল্লির জয়ের শতকরা হার ৫০ শতাংশ।

ভাইজ্যাগে দিল্লির রেকর্ড:
জয়- ৩টিতে, হার- ৩টিতে। সর্বোচ্চ স্কোর- ১৯১। সর্বনিম্ন স্কোর- ১২৬।

Visakhapatnam pitch report and weather updates
কেকেআরের বোলিং কোচ ভরত অরুণ বলেছেন, পিচের উপরিভাগ দেখে চরিত্র বোঝা মুশকিল। তবে বড় স্কোরের ম্যাচ হাতে পারে বুধবার।

বিশাখাপত্তনামের আবহাওয়া মধ্য ৩০-এর আশেপাশে থাকতে পারে। আংশিক মেঘলা আবহাওয়ায় আর্দ্রতা ৮৩ শতাংশের বেশি থাকবে।

IPL KKR Kolkata Knight Riders IPL 2024 Delhi Capitals
Advertisment