scorecardresearch

কোহলির শতরানে মোটেই খুশি নন গম্ভীর! ‘ভাগোডা’ সাংবাদিক ফের কাদা ছুঁড়লেন লখনৌ মেন্টরের উদ্দেশ্যে

গম্ভীরকে তুলোধোনা সাংবাদিকের

কোহলির শতরানে মোটেই খুশি নন গম্ভীর! ‘ভাগোডা’ সাংবাদিক ফের কাদা ছুঁড়লেন লখনৌ মেন্টরের উদ্দেশ্যে

গম্ভীরের সঙ্গে কোহলির দ্বৈরথের উত্তাপ আপাতত এখনই থামছে না। একের পর এক পার্শ্বচরিত্র ঢুকে পড়ছেন দুই তারকার দ্বন্দ্বে। কোহলি বনাম গম্ভীর যুদ্ধের পরেই দিল্লি ক্রিকেট সংস্থার প্রাক্তন প্রেসিডেন্ট রজত শর্মা কোহলির পক্ষ নিয়ে গম্ভীরকে একহাত নিয়েছিলেন। ইন্ডিয়া টিভি নিজের শোয়ে রজত শর্মা গম্ভীরকে ব্যবহার নিয়ে কটাক্ষ করেছিলেন।

ক্ষিপ্ত গম্ভীর তারপরেই টুইটারে রজত শর্মাকে ‘ভাগোডা’ বলে দেন। টুইটারে লিখে দেন, “চাপের কথা বলে দিল্লি থেকে যে পালিয়েছিল মনে হচ্ছে সে আবার পেড পিআরের মাধ্যমে ক্রিকেটের প্রতি উদ্বেগের কথা ব্যক্ত করছেন। এটা কলিযুগ। যেখানে পালিয়ে যাওয়া ব্যক্তিরা নিজেদের কোর্ট চালায়।”

ঘটনাচক্রে রজত শর্মা গম্ভীরকে কটাক্ষ করার সুযোগ খুঁজছিলেন। বৃহস্পতিবার তান্ডব চালিয়ে কোহলি হায়দরাবাদ বোলারদের নিয়ে ছিনিমিনি খেলে শতরান করার পরে ফের মুখ খুললেন রজত শর্মা। টুইটারে লিখে দেন, “দুর্ধর্ষ হান্ড্রেড বিরাট। এরকম ব্যাটিং দেখা দারুণ ব্যাপার। অবশ্যই কেউ হয়ত অন্য কোথাও খুশি হবে না।”

সরাসরি গম্ভীরের নাম না করলেও রজত শর্মা যে জাতীয় দলের প্রাক্তন ওপেনারকে উদ্দেশ্য করে বলেছেন, তা স্পষ্ট। সবমিলিয়ে কোহলি-গম্ভীরক নিয়ে যে কাদা ছোড়াছুড়ি আগামী দিনেও অব্যাহত থাকবে, তা বলাই বাহুল্য।

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ddca ex president rajat sharma slams gautam gambhir following virat kohli century against srh