T20 World Cup 2024: প্লে অফের আগেই বিরাট ধাক্কা কেকেআর শিবিরে। আগুনে ফর্মে থাকা বিদেশি তারকা থাকবেন না ঠিক সময়েই। কারণ, টি-২০ বিশ্বকাপে নির্বাচিত ইংল্যান্ডর খেলোয়াড়দের বাধ্যতামূলকভাবে পাকিস্তান সিরিজ খেলতে হবে। আর, সেই কারণেই তাঁরা আইপিএল ২০২৪-এর প্লে অফ এবং ফাইনালে খেলতে পারবেন না। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ড দলে নির্বাচিত খেলোয়াড়রা পাকিস্তান সিরিজের আগেই সময়মতো ফিরে আসবেন। ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ বুধবার, ২২ মে হেডিংলিতে শুরু হবে।
ইসিবি-র এই বিবৃতির অর্থ হল, রাজস্থান রয়্যালস জস বাটলারকে পাবে না। আর, কলকাতা নাইট রাইডার্স ফিল সল্টকে এবং চেন্নাই সুপার কিংস মঈন আলিকে পাবে না। জস বাটলার এবং ফিল সল্ট চলতি মরশুমে রাজস্থান এবং কলকাতার ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার মধ্যে ফিল সল্ট আবার এই মুহুর্তে কেকেআরের প্রধান রান স্কোরার। তিনি সুনীল নারিনের সঙ্গে একটি বিধ্বংসী ওপেনার জুটি বানিয়েছেন। কেকেআরের ফিল সল্ট নয়টি ম্যাচে ১৮০.৬১ স্ট্রাইক রেটে ৩৯২ রান করেছেন। আর, রাজস্থান রয়্যালসের হয়ে বাটলার ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি-সহ ৩১৯ রান করেছেন। একইভাবে মঈন আলি, সিএসকের স্কোয়াডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
ইংল্যান্ড বোর্ডের এই আপডেটে কেকেআর বিপদে পড়তে চলেছে। নাইটদের হয়ে চলতি সিজনে ভরসার হয়ে দাঁড়িয়েছেন ফিল সল্ট। প্রত্যেক ম্যাচেই পাওয়ার প্লেতে সল্ট চাবুক ব্যাটিং করছেন। জেসন রয়ের পরিবর্ত হিসাবে কেকেআর সই করিয়েছিল সল্টকে। বাকিটা ইতিহাস। পাওয়ার প্লেতে প্রতিদিন নতুন নতুনভাবে ইতিহাস গড়েছেন সল্ট-নারিন জুটি। দিল্লির বিপক্ষেও সল্ট ৩৩ বলে ৬৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে ছেলেখেলার পর্যায়ে নামিয়ে এনেছেন ম্যাচ।
কেকেআরের প্লে অফ কার্যত নিশ্চিত। এখন গুরুত্বপূর্ণ সময়ে সল্ট না খেললে ব্যাপক চাপে পড়ে যাবে কেকেআর। নতুন করে টিম কম্বিনেশন করতে বাধ্য হবে নাইট ম্যানেজমেন্ট। সল্ট দেশের জার্সিতে খেলতে রওনা দিলে রহমনুল্লাহ গুরবাজকে উইকেটকিপার ব্যাটার হিসাবে খেলানো হবে।
যাইহোক, লিগের শীর্ষ দলগুলোর মধ্যে আইপিএল কোয়ালিফায়ার রাউন্ডের প্রথম খেলা হবে ২১ মে। তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা দলগুলোর মধ্যে এলিমিনেটর ম্যাচ হবে ২২ মে। এলিমিনেটরের বিজয়ী কোয়ালিফায়ার ১-এর পরাজিত দলের সঙ্গে খেলবে ২৪ মে। ফাইনাল হবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ২৬ মে। বিশ্বকাপের সূচি অনুযায়ী- ৪ জুন, বুধবার বার্বাডোজের কেনসিংটন ওভালে স্কটল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের প্রথম গ্রুপ ম্যাচ। তার আগে ইংল্যান্ড বিশ্বকাপ স্কোয়াড ৩১মে ওয়েস্ট ইন্ডিজ উড়ে যাবে।
ইংল্যান্ড স্কোয়াডের সদস্যরা
জোস বাটলার (অধিনায়ক), মঈন আলি, জোফরা আর্চার, জোনাথন বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কুরান, বেন ডকেট, টম হার্টলি, উইল জ্যাকস, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি, মার্ক উড।
আরও পড়ুন- কোহলি আমাদের জামাই! শাহরুখের ঢেউ তোলা মন্তব্য তোলপাড় ফেলল IPL-এর মধ্যেই
আইসিসি পুরুষদের টি-২০ বিশ্বকাপ ২০২৪ - ইংল্যান্ডের গ্রুপ ফিক্সচার
ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড, ৪ জুন, কেনসিংটন ওভাল, বার্বাডোস
অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, ৮ জুন, কেনসিংটন ওভাল, বার্বাডোস
ইংল্যান্ড বনাম ওমান, ১৩ জুন, স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, অ্যান্টিগুয়া এবং বারবুডা
নামিবিয়া বনাম ইংল্যান্ড, ১৫ জুন, স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম, অ্যান্টিগুয়া এবং বারবুডা