Advertisment

Former Crickter Atul Wassan: এবিডিকেই কিনা সরাসরি অপমান, গম্ভীরকে ধুন্ধুমার আক্রমণ ভারতীয় তারকা-র

Gautam Gambhir Controversy: এবিডি-পিটারসেনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এবার কেকেআর মেন্টর গৌতম গম্ভীরকে একহাত নিয়েছেন জাতীয় দলের প্রাক্তন তারকা অতুল ওয়াসন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Gautam Gambhir Controversy: গৌতম গম্ভীর

Former Crickter Atul Wassan: এবিডির বিরুদ্ধে মন্তব্য করে বিতর্কে গম্ভীর (টুইটার)

Atul Wassan Statement on Gautam Gambhir: কেভিন পিটারসেন এবং এবি ডিভিলিয়ার্স সমালোচনায় মুখর হয়েছিলেন হার্দিকের নেতৃত্বের। তারপরেই হার্দিকের পাশে দাঁড়িয়ে গম্ভীর একহাত নিয়েছিলেন ইংলিশ এবং প্রোটিয়াজ সুপারস্টারদের। সরাসরি বলে দেন, পিটারসেন-এবিডির মুখে হার্দিকের সমালোচনা মানায় না। কারণ নেতা হিসেবে হার্দিকের ট্র্যাক রেকর্ড দুজনের থেকেই ভালো। হার্দিক গুজরাটকে আবির্ভাবের মরশুমেই ট্রফি জিতিয়েছেন।

Advertisment

তির ছুড়েছিলেন ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেন ও এবি ডিভিলিয়ার্স। তাঁরা হার্দিক পান্ডিয়ার নেতৃত্ব-দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এমন অবস্থায় হার্দিকের পাশে দাঁড়িয়ে কার্যত বার্তা দিয়েছিলেন কেকেআর মেন্টর গম্ভীর।

দু'বারের আইপিএল-জয়ী অধিনায়ক গম্ভীর বলে দেন, "ওঁরা যখন অধিনায়কত্ব করতেন, তখন ওঁদের পারফরম্যান্স কেমন ছিল? আমার মনে হয় না, অধিনায়ক হিসেবে পিটারসেন বা ডি ভিলিয়ার্স বিরাট কিছু করেছেন। ওঁদের রেকর্ডগুলো দেখুন, যে কোনও অধিনায়কের চেয়ে খারাপ। ওঁরা আইপিএলেও কোনও দলে অধিনায়কত্ব করেননি। সেখানে হার্দিক পান্ডিয়া এখনও আইপিএল-জয়ী অধিনায়ক। সুতরাং, সমালোচনা করার আগে ভাবা উচিত, কার সমালোচনা করছি।"

আর এবিডি-পিটারসেনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এবার কেকেআর মেন্টর গৌতম গম্ভীরকে একহাত নিয়েছেন জাতীয় দলের প্রাক্তন তারকা অতুল ওয়াসন। সরাসরি বলে দিয়েছেন, গম্ভীরকে কখনই তিনি সিরিয়াস হিসাবে নেন না। বিতর্কিত মন্তব্য করা অভ্যেস করে ফেলেছেন গম্ভীর।

ইন্ডিয়া নিউজ-কে অতুল ওয়াসন বলেছেন, "আরে বলছ কী? ও (গম্ভীর) আবার বিতর্ক তৈরির চেষ্টা করছে। ও এরকম অভ্যেস করে ফেলেছে। ওঁকে আমি মোটেও সিরিয়াসলি নিই না।"

ওয়াসনের সঙ্গে গম্ভীরের সম্পর্ক মোটেই ভাল নয়। ২০১৭-য় গম্ভীর দিল্লি দলের ক্যাপ্টেন ছিলেন। সেই সময় ওয়াসন ছিলেন নির্বাচক। সেই বছরেই গম্ভীরকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। পরে গম্ভীর বলেন, তাঁকে সরিয়ে দেওয়ার আগে নির্বাচক কমিটি তাঁকে আগাম-অবহিত করেনি।

২০১৯-এ ওয়াসনের নেতৃত্বাধীন দিল্লির নির্বাচক কমিটি ঋষভ পন্থকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়। একজন সিনিয়র তারকার সন্ধানে ছিলেন ওয়াসনরা। তবে গম্ভীরকে উপেক্ষা করে অধিনায়ক করা হয় প্রদীপ সাংগোয়ানকে।

Gautam Gambhir AB de Villiers IPL Cricket News IPL 2024
Advertisment