Gautam Gambhir appointment as Team India head coach: অনেকগুলো দরখাস্ত জমা পড়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই, জাতীয় পুরুষ দলের কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল। তাতে নাকি মোট তিন হাজার দরখাস্ত জমা পড়েছিল। আর, তার থেকে ইতিমধ্যেই গৌতম গম্ভীরকে বেছেও নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এমনটাই ক্রিকেট দুনিয়ার রিপোর্ট।
১ জুন থেকে টি-২০ বিশ্বকাপ। তারপর আর রাহুল দ্রাবিড় ভারতীয় দলের হেড কোচ থাকবেন না। এনিয়ে কথা মোটামুটি পাকা। দ্রাবিড়ের মত না পাওয়ার পরই বিসিসিআই কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল। তাতেই আবেদনপত্রগুলো জমা পড়েছিল। তার থেকে বিসিসিআই গম্ভীরকে বেছে নিয়েছে। যার বিশেষ কারণ আছে।
কারণ, আর কিছুই নয়। টি-২০ ফরম্যাটের আইপিএলে রবিবারই খেতাব জিতেছে কেকেআর। দলের মেন্টর গৌতম গম্ভীরকেই তাই বিসিসিআই কর্তাদের পছন্দ। কারণ, গম্ভীর খেলোয়াড়দের মধ্যে বেশ জনপ্রিয়। কেকেআর এর আগে ২০১৪-য় আইপিএল জিতেছিল। সেবার গম্ভীর এই দলেরই অধিনায়ক ছিলেন। এবার মেন্টর হয়ে ফিরেই ফের ট্রফি জেতালেন। খেলোয়াড়রাই জানিয়েছেন, গম্ভীর এসে দলে অনেক কিছু বদলে দিয়েছেন। তাতেই সাফল্য এসেছে। এমন সফল ব্যক্তিকে যে কেউ কোচ হিসেবে চাইবে, বলাই বাহুল্য। বিসিসিআইও তাই চেয়েছে।
তবে, এখনও এনিয়ে বিসিসিআই কর্তারা সরাসরি কিছু বলেননি। আইপিএল ফাইনালের পরদিন, ২৭ মে সোমবারই কোচ হতে ইচ্ছুকদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। এবার বেছে নেওয়ার পালা। সেখানেই নাকি গম্ভীরকে আনুষ্ঠানিকভাবে বেছে নেওয়া হবে। আর, সংবাদমাধ্যমের কাছে এবছর ফাঁস করে দিয়েছেন এক আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিক। বিসিসিআইয়ের শীর্ষস্তরের সঙ্গে সেই ফ্র্যাঞ্চাইজি মালিকের বেশ দহরম-মহরম। স্বভাবতই তাঁর দেওয়া খবরে সত্যতা থাকলেও থাকতে পারে। এমনটাই মনে করা হচ্ছে।
পাশাপাশি, বিভিন্ন সূত্রে খবর যে গৌতম গম্ভীরও তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, তিনি ভারতীয় দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন। প্রস্তাবও পেয়েছেন। আর, সেই প্রস্তাব প্রস্তাব গুরুত্ব দিয়ে দেখছেন। কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানেরও নাকি ব্যাপারটা অজানা নয়। তবে, শাহরুখ কিন্তু, গম্ভীরকে ব্ল্যাংক চেক লিখে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। অনুরোধ করেছেন, আগামী ১০ বছর কেকেআরের কোচ থাকতে।
কিন্তু, বলিউড বাদশার সেই চেষ্টা কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন আছে। কারণ, সূত্রের খবর ইতিমধ্যেই বিসিসিআই সচিব জয় শাহের সঙ্গে গম্ভীরের বেশ কয়েক দফা বৈঠকও হয়ে গিয়েছে। সেখানে নাকি শাহ সরাসরি গম্ভীরকে বলেছেন, 'দেশের জন্য কোচের দায়িত্ব নেওয়া উচিত।' ছোট (জয়) শাহর সেই বক্তব্য, গম্ভীরেরও মন ছুঁয়ে গেছে। গম্ভীর অতীতে বিজেপির সাংসদ ছিলেন। ফলে, বড় (অমিত) থেকে ছোট (জয়), শাহদের সঙ্গে তাঁর সম্পর্কটা এমনিতেই বেশ ভালো। তার ওপর দেশের হয়ে কাজ করার প্রস্তাব। সেই কারণে মনে করা হচ্ছে, টি-২০ বিশ্বকাপ খেলে ভারতীয় দল ফিরলেই গম্ভীর কোচের দায়িত্বটা নিয়ে নেবেন।
আরও পড়ুন- অবসরের কাছে শেষবারের মত এই কাজ করো! সৌরভের ঐতিহাসিক ‘আবেদন’ বাংলা-ত্যাগী ঋদ্ধির কাছে
খেলোয়াড় হিসেবে তিনি যত না সফল, কোচ হিসেবে গৌতম গম্ভীর ইতিমধ্যেই তার চেয়ে বেশি নাম কিনেছেন। লখনউ সুপার জায়ান্টসকে ২০২২, ২০২৩-এ আইপিএলের প্লে-অফ পর্বে তুলেছিলেন। এবারে আইপিএলের নিলামপর্ব শুরু হতেই কেকেআরের মেন্টর হিসেবে গম্ভীরের নাম উঠে আসে। নিলামপর্বে দেখা যায়, কেকেআর কর্তা ভেঙ্কি মাইসোরের সঙ্গে বসে তিনি দুবাইয়ে দলের খেলোয়াড়দের বেছে নিচ্ছেন। সাত বছর পর কেকেআরে ফিরেই এবার ট্রফি জয়। কেকেআর তৃতীয়বার আইপিএল জিতল। ফাইনালে একপেশে খেলে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েছে। গম্ভীরও কোচ আর ক্যাপ্টেন হিসেবে আইপিএল জিতে ঢুকে গেলেন ইতিহাসে।