Glenn Maxwell-Virat Kohli: ভারত যেন কোহলিকে বিশ্বকাপে না নেয়! IPL সতীর্থের খারাপ কামনায় প্রকাশ্যে ঝড় তুললেন ম্যাক্সওয়েল
Virat Kohli in t20 World Cup: এবারের আইপিএলে বিরাট একাই আরসিবি দলের স্কোর টেনে নিয়ে যাচ্ছেন। দলের বাকিরা কিছু করুক, ছাই না করুক, তিনি লাগাতার রান করে যাচ্ছেন।
Glenn Maxwell-Virat Kohli: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দুই স্তম্ভ। (ছবি- আইপিএল)
Team India in t20 World Cup: আইপিএল শেষ হওয়ার পরই শুরু হতে চলেছে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ। আর, সেখানে ভারতীয় দলের হয়ে বিরাট কোহলিকে চাইছেন না অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। চলতি আইপিএলে ম্যাক্সওয়েল খেলছেন বিরাটেরই দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বা আরসিবিতে। এপর্যন্ত দেখা গেছে, এবারের আইপিএলে বিরাট একাই আরসিবি দলের স্কোর টেনে নিয়ে যাচ্ছেন। দলের বাকিরা কিছু করুক, ছাই না করুক, তিনি লাগাতার রান করে যাচ্ছেন। এমন এক খেলোয়াড়কে কোনও দলই বিপক্ষ টিমে চাইবে না। আর, সেই কারণেই ম্যাক্সওয়েলও চাইছেন না বিরাট ভারতীয় দলের হয়ে টি-২০ বিশ্বকাপ ক্রিকেট খেলুক।
Advertisment
কেন তিনি একথা বলছেন, সেই কারণও সরাসরি একটি টিভি শোয়ে উল্লেখ করেছেন অস্ট্রেলিয়ান তারকা। তিনি বলেছেন, 'বিরাট একজন অসাধারণ খেলোয়াড়। ওর মতো প্লেয়ার বিরল। ২০১৬ সালে মোহালিতে টি-২০ বিশ্বকাপে ও আমাদের বিরুদ্ধে যে ইনিংস খেলেছে, ভাবা যায় না। যে কোনও জায়গা দিয়ে বল মারছিল। যেখান থেকে মারার কথা না, সেখান দিয়েও মারছিল। শেষ মুহূর্তে হাতের অবস্থান পরিবর্তন করে বল মেরে যাচ্ছিল। মনে হচ্ছিল যেন টেনিস খেলছে। ওর সঙ্গে প্রশিক্ষণ নেওয়া একরকম। কিন্তু, আমাকে এখনও ওর বিরুদ্ধে খেলতে হবে। তাই আশা করছি, ভারত ওকে টি-২০ বিশ্বকাপ ক্রিকেট দলে রাখবে না।'
“Virat Kohli is THE most clutch player I’ve ever played against.”
ম্যাক্সওয়েল খুব একটা বাড়িয়ে কিছু বলেননি। গত শনিবারই তো জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিরাট সেঞ্চুরি করেছেন। তা-ও আবার অপরাজিত। কেকেআর দলের বিরুদ্ধেও সেঞ্চুরির কাছাকাছি গিয়ে অপরাজিত ছিলেন। বর্তমানে আইপিএলে বিরাটের সেঞ্চুরির সংখ্যা আট। যা, তাঁকে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থানে রেখেছে। শুধুমাত্র এই মরশুমেই নয়। গত মরশুমেও আইপিএলে বিরাটের দুটো সেঞ্চুরি ছিল। সব মিলিয়ে বছর ৩৫-এর কোহলি, বিশ্বক্রিকেটের অন্যতম সেরা তারকা।