ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে গুজরাট টাইটান্স গত মরসুমে তাদের প্রথম আইপিএল শিরোপা জিতেছিল। আইরিশ খেলোয়াড় জোশুয়া লিটলকে (৪.৪ কোটি টাকা), শিবম মাভি (৬ কোটি টাকা), কেএস ভারত (১.২ কোটি টাকা), ওডিয়ন স্মিথ (৫০ লাখ টাকা), কেন উইলিয়ামসন (২ কোটি টাকা) কিনেছে দলটি। সহ নেতৃস্থানীয় খেলোয়াড়