Advertisment

Harpreet Brar: কানাডিয়ান ভিসা বাতিল করে এদেশেই থিতু, ভারত ছাড়তে চেয়েছিলেন IPL মাতানো এই তারকা

Harpreet Brar vs CSK: আরসিবি-পাঞ্জাব লড়াই বোলারদের ঘাতক ম্যাচ হিসাবে আবির্ভূত হয়েছিল। চিন্নাস্বামীর সেই হাইস্কোরিং ম্যাচেই নিজের ৪ ওভারের কোটায় মাত্র ১৩ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন। আউট করেন রজত পাতিদার এবং গ্লেন ম্যাক্সওয়েলকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Ritika Sajdeh, Rohit Sharma, Team India: রীতিকা সাজদা

Team-india: টিম ইন্ডিয়া (টুইটার)

Harpreet Brar IPL Career: চলতি আইপিএল সমস্ত বোলারদের কাছে দুঃস্বপ্ন নিয়ে হাজির হয়েছে। পেসার হোক কি স্পিনার ব্যাটসম্যানদের কাছে মার হজম করাই যেন ভবিতব্য, এমনটা ভেবেই বোলিং এন্ডে যাচ্ছেন সমস্ত বোলাররা। তবে বোলারদের এই মারণ-ভূমিতেই আলাদা করে নজর কাড়ছেন হরপ্রীত ব্রার। চলতি লিগে মাত্র ৬ উইকেট নিয়েছেন। তবে ইকোনমি রেট নজরকাড়া, ৭.২৭।

Advertisment

আরসিবি-পাঞ্জাব লড়াই বোলারদের ঘাতক ম্যাচ হিসাবে আবির্ভূত হয়েছিল। চিন্নাস্বামীর সেই হাইস্কোরিং ম্যাচেই নিজের ৪ ওভারের কোটায় মাত্র ১৩ রানের বিনিময়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন। আউট করেন রজত পাতিদার এবং গ্লেন ম্যাক্সওয়েলকে।

বুধবার সিএসকে ম্যাচে আবার-ও যেন স্বমহিমায় দেখা গেল হরপ্রীতকে। সিএসকের ব্যাটিংয়ের দমবন্ধ পরিস্থিতি তৈরি করলেন। আউট করলেন ওপেনার অজিঙ্কা রাহানে এবং স্পিনারদের 'যম' পরিচিতি পাওয়া শিভম দুবেকে। সবথেকে বড় বিষয় হল, হরপ্রীতের একটাও বাউন্ডারি হজম করেননি দুই ম্যাচেই।

পাঞ্জাব কিংসের জার্সিতে হরপ্রীত ব্রার এই নিয়ে ষষ্ঠ সিজন খেলছেন। বহু স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছেন দলকে। কাগিসো রাবাদাকে ছয় মারা হোক বা একই স্পেলে ম্যাক্সওয়েল, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্সের মত তিন কিংবদন্তিকে আউট করা।

ব্রারের এই পরিচিতি পাওয়া মোটেই সহজ ছিল না। রাজ্য স্তরে অনুর্ধ্ব-১৬ দলের হয়ে খেলার পর নিয়মিত তিনি জুনিয়র নির্বাচকদের দ্বারা অবজ্ঞার শিকার হয়েছেন। শেষ পর্যন্ত তিনি কানাডায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। হাসতে হাসতে ইন্ডিয়ান এক্সপ্রেসকে হরপ্রীত বলেছিলেন, "গোটা পাঞ্জাব কানাডায় যেতে চায়। প্রচুর ফাস্ট্রেশন রয়েছে এখানে। আমি আশা হারিয়ে ফেলেছিলাম। তবে ভাগ্য আমার জন্য অন্য কিছুর ব্যবস্থা করেছিল।"

বারবার বঞ্চনার শিকার হলেও ব্রার একসময় ভরসা হারিয়ে ফেলেননি পুরোপুরি। কারণ টিম ইন্ডিয়ার দুই বার যে নেট বোলার হওয়ার সুযোগ পেয়েছিলেন, সেই সময় ভরসা জুগিয়েছিলেন স্বয়ং হেড স্যার রাহুল দ্রাবিড়। বলে দেন, সাদা বলের ক্রিকেটে অপ্রতিরোধ্য হয়ে ওঠার সামর্থ্য রয়েছে তাঁর।

ইন্ডিয়ান এক্সপ্রেস-কে হরপ্রীত ব্রার বলেন, "এই কথা ওঁকে ভরসা জুগিয়েছিল। সকলেই এই কথা শুনে ব্যাপক প্রভাবিত হয়েছিল। কারণ আমি তখনও ফার্স্ট ক্লাস ক্রিকেটে অভিষেক ঘটায়নি। দুই বছর কেটে গিয়েছে। তবে আমি আশাবাদী। আমি পরবর্তী সময়ে যখন ভারতের ড্রেসিংরুমে যাব, তখন যেন নেট বোলার নয়, মূল দলের বোলার হিসেবে প্রবেশ করতে পারি।"

সেই ভরসাতেই আর কানাডা যাওয়া হয়নি ব্রারের।

Kings XI Punjab IPL Punjab Kings PBKS IPL 2024
Advertisment