রবিবার সিএসকের জার্সিতে প্রত্যাবর্তন ঘটল ধোনির। আর নেতা হিসেবে দলের জার্সিতে ফিরেই দলকে জিতিয়েছেন। সিএসকে ১৩ রানে জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। এই জয়ে প্লে অফের আশা সামান্য হলেও বাঁচিয়ে রেখেছে চেন্নাই। পয়েন্টের বিচারে কেকেআরকে ছুঁয়ে ফেলেছে হলুদ জার্সির দল।
Advertisment
তিন নম্বর জয়ে সিএসকের পয়েন্ট আপাতত ছয় নম্বর। প্লে অফে উঠতে হলে শেষ পাঁচ ম্যাচে অবশ্যই জিততে হবে ধোনিদের। আপাতদৃষ্টিতে সেই কাজ বেশ দুরূহ মনে হলেও ধোনির নেতৃত্বে সিএসকে ফের একবার অসম্ভবকে সম্ভব করার লক্ষ্যে ঝাঁপাচ্ছে।
হায়দরাবাদের বিরুদ্ধে চেন্নাইকে প্ৰথমে ব্যাট করতে পাঠানো হয়েছিল। ডেভন কনওয়ে এবং রুতুরাজ গায়কোয়াডের ম্যারাথন পার্টনারশিপে ভর করে চেন্নাই স্কোরবোর্ডে ২০২ তুলে ফেলে। জবাবে কমলা জার্সির দল শুরুটা খারাপ করেনি। তবে মাঝের ওভারে রান তোলার খেই হারিয়ে ফেলে শেষ পর্যন্ত ১৩ রান দূরে থেমে যায়। এই নিয়ে চলতি মরশুমে নয় নম্বর ম্যাচে চতুর্থ হার হজম করল কেন উইলিয়ামসনের দল। আপাতত পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে হায়দরাবাদ।
হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ স্কোরার নিকোলাস পুরান। ৩৩ বলে ৬৪ করে দলকে শেষ পর্যন্ত জয়ের আশা দিয়ে গিয়েছিলেন। শেষ ওভারে মুকেশ চৌধুরির বলে তিনটে ছক্কা, একটা বাউন্ডারি সমেত ২৪ রান তুললেও শেষরক্ষা হয়নি। আর রোমহর্ষক সেই ওভারেই মুকেশ চৌধুরির ওপর মেজাজ হারান ধোনি। ওভারের চতুর্থ বলে ওয়াইড করেছিলেন উঠতি পেসার। তখনই ক্ষিপ্ত হয়ে উঠতে দেখা যায় মাহিকে। লেগ সাইডের বাইরে দিয়ে ওয়াইড করতেই ধোনিকে দেখা যায় অসন্তুষ্ট হয়ে অফস্ট্যাম্পে ফিল্ডিং সাজাতে। ইঙ্গিত করেন অফস্ট্যাম্পে বল করতে।
দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রাজস্থান থেকে উঠে আসা ২৫ বছরের মুকেশই। ৪ওভারের কোটায় ৪৬ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট।