Advertisment

চেয়ার ভেঙে চৌচির! রাসেলের তান্ডবে থরহরি কম্পমান দশা, দেখুন উত্তেজক ভিডিও

আন্দ্রে রাসেল ব্যাটে-বলে ফর্মে রয়েছেন। তবে কেকেআর একদমই ছন্দে নেই।

author-image
IE Bangla Sports Desk
New Update
নিলামের আগে এই পাঁচ তারকাকে কোনওভাবেই রিলিজ করবে না KKR! বাইরে থাকছেন কে কে

হিংস্র ব্যাটিংয়ের জন্য সুপ্রসিদ্ধ আন্দ্রে রাসেল। ব্যাট হাতে তান্ডব চালান বাইশ গজে। শুধু ম্যাচের সময়েই নয়, অনুশীলনেও উত্তুঙ্গ মেজাজে থাকেন ক্যারিবিয়ান তারকা। সম্প্রতি কেকেআরের অনুশীলনে এমনই ঝড় বইয়ে দিলেন যাতে শোরগোল পড়ল নেট দুনিয়ায়।

Advertisment

নিজের স্বভাবজাত ভঙ্গিতে এমনভাবেই বল ওড়ালেন যে মাঠে থাকা এক চেয়ারই ভেঙে ফেললেন। ভেঙে চৌচির হয়ে গেল সেই চেয়ার। কেকেআর সেই ভিডিও শেয়ার করে সমর্থকদের উদ্দেশ্যে লিখল, "মাসল রাসেলের প্রভাব দেখার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করুন।"

চলতি মরশুমে ব্যাট হাতে ভালোই ছন্দে রয়েছেন নাইট তারকা। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৮ ম্যাচে ১৮০ স্ট্রাইক রেটে রাসেল ২২৭ রান করে ফেলেছেন ইতিমধ্যেই। গুজরাট টাইটান্স ম্যাচেই একার হাতে কার্যত দলকে জিতিয়ে দিয়েছিলেন। বল হাতে ২০তম ওভারে চার উইকেট নেওয়ার পরে রাসেল ব্যাট হাতে তান্ডব চালান।

Advertisment

আরও পড়ুন: মাঠে-গ্যালারিতে দু-জায়গাতেই নারিন, অবাক কাণ্ড কেকেআর-গুজরাট ম্যাচে, দেখুন

লকি ফার্গুসনদের বিরুদ্ধে একাই শেষদিকে দলকে জিতিয়ে দিয়েছিলেন প্রায়। তবে শেষ ওভারে রাসেল আউট হয়ে যাওয়ার পরে কেকেআর এই পারেনি।

রাসেল মেজাজে থাকলেও কেকেআর মোটেও ভালো জায়গায় নেই। টানা হেরে সাত নম্বরে নেমে গিয়েছে নাইট রাইডার্স। ৮ ম্যাচে মাত্র তিনটি জিতেছে কেকেআর। বৃহস্পতিবার কেকেআর পরের ম্যাচে মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। প্লে অফের লড়াইয়ে থাকতে হলে কেকেআরের কাছে কার্যত মাস্ট উইন দিল্লি-ম্যাচ।

KKR Kolkata Knight Riders Andre Russell IPL
Advertisment