/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/04/KKR.jpeg)
টানা চার ম্যাচে হার। প্লে অফে ওঠার লড়াইয়ে মাস্ট উইন ম্যাচে কেকেআর একসঙ্গে জোড়া অভিষেক ঘটালো। তামিলনাড়ুর উইকেটকিপার ব্যাটসম্যান বাবা ইন্দ্রজিৎ এবং দিল্লির হর্ষিত রানাকে নামিয়ে দিল কেকেআর।
নাইটরা বাইরে রাখল শেলডন জ্যাকসন, স্যাম বিলিংসদের মত পরিচিত উইকেটকিপার-ব্যাটসম্যানকে। ফেরানো হল ফিঞ্চকে। অন্যদিকে বাদ দেওয়া হল শিভম মাভি এবং বরুণ চক্রবর্তীকে। নাইটদের জার্সিতে প্ৰথম ম্যাচে খেলতে নামলেন দিল্লির হর্ষিত রানা।
A look at the Playing XI for #DCvKKR
Live - https://t.co/jZMJFLuj4h#DCvKKR#TATAIPLhttps://t.co/f250KVaawEpic.twitter.com/ai1ENjtL7n— IndianPremierLeague (@IPL) April 28, 2022
দিল্লি ক্যাপিটালস টসে জিতে প্ৰথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে, করোনা থেকে সুস্থ হয়ে দিল্লি একাদশে প্রত্যাবর্তন ঘটল মিচেল মার্শের। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে খলিল আহমেদ নামতে পারছেন না কেকেআরের বিরুদ্ধে। তাঁর জায়গায় দিল্লি একাদশে অভিষেক ঘটছে চেতন সাকারিয়ার।
আরও পড়ুন: ১৫৩ কিমির আগুন ইয়র্কার ঝলসে দিল ঋদ্ধির স্ট্যাম্প, দেখুন উমরানের মারাত্মক ডেলিভারি
যাইহোক, কেকেআর দিল্লির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে বেশ বড়সড় ঝুঁকি নিল বৃহস্পতিবার। তামিলনাড়ুর হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাদ পড়েছিলেন বাবা ইন্দ্রজিৎ। তারপরে বিজয় হাজারেতে দারুণ পারফরম্যান্স করে কেকেআর ট্রায়ালে সুযোগ পান।
তামিলনাড়ুর হয়ে উইকেটকিপিং করেন না। তবে টিএনপিএল-এ (তামিলনাড়ু প্রিমিয়ার লিগ) নেল্লাই রয়্যাল কিংসের হয়ে উইকেটকিপিং করেন।
কেকেআর প্ৰথম একাদশ:
ফিঞ্চ, নারিন, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়ার, বাবা ইন্দ্রজিৎ, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, উমেশ যাদব, টিম সাউদি, হর্ষিত রানা।