Advertisment

আইপিএল দেখতে লুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে! ইব্রাহিম ধরা পড়ল BSF এর হাতে

বাংলাদেশ থেকে ভারতে আইপিএল খেলা দেখতে এসে ধরা পড়লেন মহম্মদ ইব্রাহিম। পরে তাঁকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

'ক্রিকেটের কোনও সীমানা হয় না', প্রাচীন প্রবাদ। আইপিএলের সময়ে এই প্রবাদ যেন অক্ষরে অক্ষরে প্রমাণিত হয় গেল। আইপিএল দেখতে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করলেন এক বাংলাদেশি। ৩১ বছরের মহম্মদ ইব্রাহিম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার পূর্ব চাঁদপুর এলাকার বাসিন্দা। শুক্রবার রাতে তিনি উত্তর ২৪ পরগনার বাংলাদেশ সীমান্ত থেকে ধরা পড়েন বিএসএফের হাতে।

Advertisment

একজন বিএসএফ আধিকারিক জানিয়েছেন, "জেরার সময় ধৃত ব্যক্তি জানিয়েছে, সে ক্রিকেট ফ্যান। মুম্বই যাওয়ার পরিকল্পনা ছিল আইপিএল দেখার জন্য। আন্তর্জাতিক বর্ডার ক্রস করার জন্য সে একজন বাংলাদেশি দালালকে ৫০০০ টাকাও দেয়।"

জেরার পরে বিএসএফ-এর তরফে ইব্রাহিমকে তুলে দেওয়া হয় বিজিবি-র (বর্ডার গার্ড বাংলাদেশ) হাতে।

Bangladesh IPL Bangladesh Cricket BSF BSF Jurisdiction
Advertisment