দাদা-দিদির সাক্ষাৎ হতে চলেছে এবার নবান্নে। রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্ন। সেখানেই এবার পা পড়বে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। একাধিক প্রচার মাধ্যম সূত্রের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিছক সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যেই নবান্নে যাচ্ছেন মহারাজ। তবে সেখানে উঠতে পারে আইপিএল প্রসঙ্গ।
আইপিএলে গ্রুপ পর্বের সমস্ত ম্যাচ আয়োজন করা হচ্ছে মহারাষ্ট্রের চারটে ভেন্যুতে। প্লে অফের দুটো ম্যাচ হবে কলকাতার ইডেনে। ২৪ মে প্ৰথম কোয়ালিফায়ারের পরে ২৫ মে হবে এলিমিনেটর। ২৭ মে দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ২৯ মে ফাইনালের আসর বসবে আহমেদাবাদে।
আরও পড়ুন: ১৫৩ কিমির আগুন ইয়র্কার ঝলসে দিল ঋদ্ধির স্ট্যাম্প, দেখুন উমরানের মারাত্মক ডেলিভারি
আর ইডেনে জোড়া ম্যাচ আয়োজনের আগেই বোর্ড সভাপতি একান্ত সাক্ষাৎ করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
কিছুদিন আগেই বোর্ডের তরফে প্রতিনিধি দল পাঠানো হয়েছিল ইডেনে। সেখানে সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, যুগ্ম সচিব দেবব্রত দাসদের সঙ্গে আলোচনা হয় বোর্ডের প্রতিনিধি দলের। ইডেনের ব্যবস্থাপনা খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেছেন বোর্ড প্রতিনিধিরা।
সূত্রের খবর, আইপিএলে বর্তমানে সমস্ত ম্যাচে মাত্র ২৫ শতাংশ দর্শক উপস্থিতি নিয়ে খেলা হলেও, প্লে অফে পুরো ভরা গ্যালারিতে ম্যাচ আয়োজন করতে চাইছে বোর্ড। এদিকে দেশের বেশ কিছু জায়গায় করোনা সংক্রমণের প্রাদুর্ভাব আবার মাথাচাড়া দিচ্ছে। এমন অবস্থায় ইডেনে একশো শতাংশ দর্শক উপস্থিতি নিয়েও কথা হতে চলেছে সৌরভ-মমতার। পাশাপাশি বোর্ড সভাপতির তরফে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আইপিএল ম্যাচে আমন্ত্রণ জানানো হতে পারে।