/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/04/Rajasthan-Royals.webp)
আইপিএলের দ্বিতীয় সপ্তাহে বড়সড় ধাক্কা খেল রাজস্থান রয়্যালস। চোটের কারণে এবার ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার নাথান কুইল্টার নাইল। সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে নিজের পুরো ওভারের কোটা সমাপ্ত করতে পারেননি নাইল। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন।
হায়দরাবাদ ম্যাচের পরে আর একটা ম্যাচেও তাঁকে দেখা যায়নি। বুধবার রাজস্থান রয়্যালসের তরফে টুইটারে ফেয়ারওয়েল ভিডিও পোস্ট করা হয় তারকার জন্য। রাজস্থান রয়্যালসের সমস্ত সদস্যকে দেখা যাচ্ছে কুইল্টার নাইলকে বিদায় সম্ভাষণ জানাচ্ছেন।
আরও পড়ুন: KKR vs MI: ১৫০ কিমির কাশ্মীরি পেসারকে নামিয়ে দিল নাইটরা! মুম্বই দলেও বিরাট চমক
গত নিলামে অজি তারকা ২ কোটি টাকায় রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছিলেন। নিলামে তাঁর জন্য রয়্যালস বাদে কোনও দলই বিড করেনি। শেষমেশ নিজের বেস প্রাইস ২ কোটি টাকায় বিক্রি হন তারকা। এখনও পর্যন্ত সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন ফ্র্যাঞ্চাইজি কুইল্টার নাইলকে মিস করেনি। বাকি মরশুমের জন্য তাঁর পরিবর্ত হিসাবে কোনও তারকাকে সই করায় রাজস্থান, সেটা দেখার। এর আগে একাধিক ফ্র্যাঞ্চাইজির জার্সিতে মোট ৩৯ ম্যাচ খেলেছেন। তাঁর উইকেট সংখ্যা ৪৮টি।
Until we meet again, NCN. 💗
Speedy recovery. 🤗#RoyalsFamily | #HallaBol | @coulta13pic.twitter.com/XlcFUcTg5L— Rajasthan Royals (@rajasthanroyals) April 6, 2022
৩ ম্যাচে ২টো জয় সমেত রাজস্থান রয়্যালস আপাতত লিগ তালিকায় একনম্বরে। প্ৰথম ম্যাচে রাজস্থান ৬১ রানে হায়দরাবাদকে হারিয়ে টুর্নামেন্ট অভিযান শুরু করেছিল। দ্বিতীয় ম্যাচে রয়্যালসদের সামনে উড়ে যায় মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের প্ৰথমবারের ট্রফিজয়ীরা আরসিবির বিরুদ্ধে তিন নম্বর ম্যাচে হেরে বসেছে মঙ্গলবার। ১৭০ রানের টার্গেট খাড়া করার পরে রয়্যালসদের বোলিংযে একসময় আরসিবি ৮৭/৫-এ ধসে গিয়েছিল। সেখান থেকে দলকে উদ্ধার করেন দীনেশ কার্তিক এবং শাহবাজ আহমেদ।
সূচি অনুযায়ী, চলতি আইপিএলে প্ৰথম দল হিসেবে দ্বিতীয় অর্ধে বোলিং করে জয় ছিনিয়ে নেওয়ার কীর্তি তাদের দখলে। রবিবার রাজস্থান রয়্যালস লীগের চতুর্থ ম্যাচে নামবে টেবিলের পঞ্চম স্থানে থাকা লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে।