Advertisment

আর কোচ থাকছি না! কেকেআরকে জানিয়ে দিলেন ম্যাককালাম

কেকেআর ম্যানেজমেন্টকে ম্যাককালাম ইতিমধ্যেই দায়িত্ব ছাড়ার বিষয়ে অবহিত করেছেন। ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ হচ্ছেন তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আইপিএলে কোচিং আপাতত অতীত হয়ে যাচ্ছে ব্রেন্ডন ম্যাককালামের কেরিয়ারে। সূত্রের খবর, ইংল্যান্ডের টেস্ট দলের কোচ হওয়ার প্রস্তাব পেয়ে ম্যাককালাম ইতিমধ্যেই নাকি কেকেআর ম্যানেজমেন্টকে নিজের দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন।

Advertisment

গ্রেট ব্রিটেনের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাককালামই ইংল্যান্ডের নতুন টেস্ট কোচ হিসেবে নিযুক্ত হতে চলেছেন। ১০১টি টেস্ট ম্যাচ খেলা ম্যাককালাম বর্তমানে নাইট রাইডার্সের কোচিং করানোর জন্য আইপিএলে ব্যস্ত।

আরও পড়ুন: ৯ বছর পরে বাড়ি ফিরবেন মুম্বই তারকা! পেট চালাতে দিন মজুরিও করেছেন তিনি

ইন্ডিয়ান এক্সপ্রেসকে কেকেআরের এক সূত্র জানিয়ে দিয়েছেন, "উনি ইতিমধ্যেই আমাদের দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন। ইংল্যান্ড ক্রিকেট দলের নতুন কোচ হচ্ছেন তিনি। কয়েকদিন আগে টিম মিটিংয়ের সময়েই উনি আমাদের গোটা বিষয়টি জানান।"

কেকেআরের হেড কোচের দায়িত্ব নেওয়ার আগে ম্যাককালাম বেশ কয়েক বছর নাইট জার্সিতে আইপিএলে খেলেছেন। ২০২০-তে দলের হেড কোচ হন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নাইট ম্যানেজমেন্টের ফ্র্যাঞ্চাইজি ত্রিনবাগো নাইট রাইডার্স দলেরও হেড কোচ তিনি।

ম্যাককালামের কোচিংয়ে কেকেআর ২০২০ আইপিএলে প্লে অফে অল্পের জন্য পৌঁছতে পারেনি। ২০২১-এ নাইট বাহিনী অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটিয়ে আমিরশাহি পর্বে দুর্ধর্ষ কামব্যাক ঘটিয়ে ফাইনালে পৌঁছে যায়। তবে এবার কেকেআরের প্লে অফে ওঠার সম্ভবনা বেশ ক্ষীণ। ১২ ম্যাচে মাত্র ৫টিতে জয় পেয়ে কেকেআর গ্রুপ পর্ব থেকে।বিদায়ের মুখে।

আরও পড়ুন: দেখতে হুবহু সুশান্ত সিংয়ের মত! নাইট তারকাকে নিয়ে ব্যাপক আলোচনা, দেখুন ভিডিও

কেকেআর প্লে অফের আগেই ছিটকে গেলে ম্যাককালাম তাড়াতাড়ি পাড়ি দেবেন ইংল্যান্ডে। আর ম্যাককালামের কোচিংয়ে ইংল্যান্ড প্ৰথমেই তিন টেস্টের সিরিজে মুখোমুখি হবে তাঁর দেশ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। অতীতে ব্ল্যাক ক্যাপসদের তিন ফরম্যাটেই নেতৃত্ব দিয়েছেন তিনি।

গুজরাট টাইটান্স দলের মেন্টর গ্যারি কার্স্টেনও ইংল্যান্ডের টেস্ট কোচ হওয়ার দৌড়ে রয়েছেন। তবে ম্যাককালামের দিকেই পাল্লা ভারি। কার্স্টেনের গুজরাট ইতিমধ্যেই প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করে ফেলেছে। ইসিবি কবে সরকারিভাবে কোচ নিয়োগের কথা জানায়, সেদিকেই আপাতত নজর সকলের।

IPL KKR Kolkata Knight Riders England
Advertisment