scorecardresearch

ম্যাচে চার-ছক্কার ঢেউ, বিশাল রান সহজে তাড়া করল রাজস্থান

প্ৰথমে ব্যাট করে পাঞ্জাব জনি বেয়ারস্টো, শর্মাদের ব্যাটে ভর করে স্কোরবোর্ডে ১৮৯ তুলেছিল।

ম্যাচে চার-ছক্কার ঢেউ, বিশাল রান সহজে তাড়া করল রাজস্থান

পাঞ্জাব কিংস: ১৮৯/৫
রাজস্থান রয়্যালস: ১৯০/৪

স্কোরবোর্ডে বিশাল রান খাড়া করেও জিততে পারল না পাঞ্জাব। দুর্ধর্ষ রাজস্থান সেই রান তাড়া করে জিতল হাতে ৬ উইকেট এবং বল বাকি থাকতে।

যশস্বী জয়সোয়াল (৪১ বলে ৬৮), জস বাটলার (১৬ বলে ৩০) ধুন্ধুমার শুরু করে রিংটোন সেট করে দিয়েছিলেন সফল রান চেজের। রাবাদাকে পিটিয়ে এক ওভারেই ২০ তুলেছিলেন বাটলার। তবে সেই রাবাদার বলেরই শিকার হন তারকা।

বাটলার আউট হয়ে গেলেও রানের গতি কমেনি। সঞ্জু স্যামসন (১২ বলে ২৩), দেবদূত পাড়িক্কল (৩২ বলে ৩১), শিমরন হেটমায়ার (১৬ বলে ৩১) সকলেই ঝড় তুলে ম্যাচ ফিনিশ করে যান।

তার আগে প্ৰথমে ব্যাট করতে নেমে পাঞ্জাবের হয়ে দারুণ ব্যাট করেছিলেন জনি বেয়ারস্টো (৪০ বলে ৫৬)। ভানুকা রাজাপক্ষে (১৮ বলে ২৭), এবং জিতেশ শর্মা (১৮ বলে ৩৮), লিয়াম লিভিংস্টোনরা (১৪ বলে ২২) করে দলকে ১৮৯ পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। তবে তা ডিফেন্ড করতে পারলেন না পাঞ্জাব বোলাররা।

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2022 brilliant rajasthan royals chase down pbks tough target with ease