পাকিস্তান থেকে ইনপুট পেয়েছিল সিবিআই। তারপরেই আইপিএলে রমরমিয়ে গড়াপেটা চালানোর অভিযোগে সিবিআইয়ের জালে ধরা পড়ল তিন অভিযুক্ত। একজন দিল্লি থেকে, বাকি দুইজন হায়দরাবাদ থেকে। তারপরই গোটা দেশ জুড়ে ধরপাকড় শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
সিবিআইয়ের তরফে দায়ের করা এফআইআরে বলা হয়েছে, "ক্রিকেট বেটিং চক্রে জড়িত রয়েছে একটি নেটওয়ার্ক, যাঁরা আইপিএল ম্যাচের ফলাফলে প্রভাব ফেলছে। ইনপুটস পাওয়া গিয়েছে পাকিস্তান থেকে।"
আরও পড়ুন: ম্যাককালামের বিদায়! এই পাঁচ তারকা KKR-এর পরবর্তী কোচ হওয়ার দৌড়ে এগিয়ে
সিবিআইয়ের তরফে গ্রেফতার করা হয়েছে দিল্লির রোহিনীর বাসিন্দা দিলীপ কুমার, এবং হায়দরাবাদ থেকে গুরাম বসু এবং গুরাম সতীশকে। ২০১৩ থেকে এই নেটওয়ার্ক চক্র প্রতারণা চক্র চালিয়ে যাচ্ছে। জনসাধারণকে বেটিংয়ে উৎসাহ দেওয়ার অভিযোগও আনা হয়েছে।
প্রতারকরা ভুয়ো পরিচয়পত্র দিয়ে ব্যাংকে একাউন্ট খুলেছিল। সিবিআইয়ের এফআইআরে বলা হয়েছে,"জাল নথি দিয়ে ব্যাঙ্কের একাউন্ট খোলা হয়েছিল। তা ভালোভাবে খতিয়ে দেখেননি ব্যাঙ্কের আধিকারিকরাও। সাধারণ জনগণের থেকে প্রতারণার এই অর্থ এই সমস্ত ব্যাঙ্ক একাউন্টের জমা করা হত। তারপরে বিদেশে তাদের সহযোগী সংস্থায় এই অর্থ লেনদেন করা হত হাওয়ালার মাধ্যমে।"