Advertisment

চ্যাম্পিয়ন হয়ে অবিশ্বাস্য অর্থ গুজরাটের! পুরস্কারে ভাসলেন বাটলাররাও, কে পেল কত কোটি

IPL 2022 list of prize: ফাইনালে হার্দিক অলরাউন্ড পারফরম্যান্স করে দলকে জেতালেন। ফাইনালের সেরাও তিনি।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

অভিষেক মরশুমেই ট্রফি জিতল গুজরাট টাইটান্স। রবিবার আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রাজস্থানকে ৭ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে ফেলল গুজরাট টাইটান্স। বোর্ডের তরফে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ২০ কোটি টাকা পুরস্কার মূল্য পাচ্ছে গুজরাট টাইটান্স। রানার্স আপ হয়ে রাজস্থান রয়্যালস পেল ১৩ কোটি টাকা।

Advertisment

বোর্ডের তরফে জানানো হল আগামী ২০২৩-এ পুরস্কার মূল্য আরও বাড়ছে। ইনসাইড স্পোর্টস ওয়েবসাইটে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, "পুরস্কার মূল্য আরও বাড়ানো যায় কিনা, তা নিয়ে আলোচনা চলছে। আগামী বছর থেকে প্রাইজ মানি ২০-২৫ শতাংশ বাড়ানো হতে পারে। তবে অর্থের পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি। আগামী মরশুম শুরুর আগে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।"

আরও পড়ুন: অপমান, বঞ্চনা, উপেক্ষা! অলরাউন্ডার হার্দিকের জবাবে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন গুজরাট

দ্বিতীয় কোয়ালিফায়ার হেরে তৃতীয় স্থান অর্জন করা ফাফ ডুপ্লেসিসের আরসিবি ৭ কোটি টাকা পাবে। প্লে অফের অন্য দল লখনৌ অভিষেক সিজনেই চতুর্থ হল। তারা পাচ্ছে ৬.৫ কোটি টাকা।

অন্যান্য শীর্ষ পুরস্কার প্রাপকদের মধ্যে জস বাটলার গোলাপি টুপির মালিক হলেন। ৮৬৩ রান করে মরশুম শেষ করলেন তারকা। সবথেকে বেশি ছক্কা হাঁকিয়েছেন তিনিই। এছাড়াও দেওয়া হল সর্বাধিক বাউন্ডারি হাঁকানো তারকা, পাওয়ার প্লেয়ার অফ দ্য সিজন, গেমচেঞ্জার অফ দ্য সিজন, এবং মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার এওয়ার্ড।

আরও পড়ুন: মোদির স্টেডিয়ামে গিনেস রেকর্ডে সৌরভের বোর্ড! IPL ফাইনাল গর্বিত করল ভারতীয়দের

আইপিএল ২০২২-এর পূর্ণ পুরস্কারের তালিকা:

বিজয়ী : গুজরাট টাইটান্স (২০ কোটি টাকা)

রানার্স আপ: রাজস্থান রয়্যালস (১৩ কোটি টাকা)

তৃতীয় স্থান: আরসিবি (৭ কোটি)

চতুর্থ স্থান: লখনৌ সুপার জায়ান্টস (৬.৫ কোটি টাকা)

এমার্জিং প্লেয়ার: উমরান মালিক (১০ লক্ষ টাকা)

মোস্ট সিক্সেস: জস বাটলার (১০ লক্ষ টাকা)

সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন: দীনেশ কার্তিক (১০ লক্ষ টাকা, টাটা পাঞ্চ)

গেমচেঞ্জার এওয়ার্ড: জস বাটলার (১০ লক্ষ টাকা)

পাওয়ার প্লেয়ার অফ দ্য সিজন: জস বাটলার (১০ লক্ষ টাকা)

মরশুমের দ্রুততম ডেলিভারি: লকি ফার্গুসন (১৫৭.৩ কিমি, ১০ লক্ষ টাকা)

সর্বাধিক বাউন্ডারি: জস বাটলার (১০ লক্ষ টাকা)

বেগুনি টুপি: যুজবেন্দ্র চাহাল (২৭ উইকেট, ১০ লক্ষ টাকা)

গোলাপি টুপি: জস বাটলার (৮৬৩ রান, ১০ লক্ষ টাকা)

মরসুমের সেরা ক্যাচ: এভিন লুইস (কেকেআরের বিরুদ্ধে, ১০ লক্ষ টাকা)

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার: জস বাটলার (১০ লক্ষ টাকা)

ফেয়ার প্লে এওয়ার্ড: রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটান্স

Rajasthan Royals BCCI Jos Buttler IPL Gujarat Titans
Advertisment