scorecardresearch

অন্য দলের সঙ্গে হ্যান্ডশেক করতে পারবেন না পন্থরা! বোর্ডের বেনজির ফতোয়ায় দিল্লি ক্যাপিটালস

দিল্লি ক্যাপিটালস ক্যাম্পে বেশ কিছু কোভিড পজিটিভের সন্ধান মিলেছে। তারপরেই কড়া নির্দেশিকা পালন করতে বলল বোর্ড।

অন্য দলের সঙ্গে হ্যান্ডশেক করতে পারবেন না পন্থরা! বোর্ডের বেনজির ফতোয়ায় দিল্লি ক্যাপিটালস

আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে বোর্ডের তরফে অদ্ভুত অনুরোধ ভেসে এল দুই দলের উদ্দেশ্যে। ম্যাচের আগে বোর্ডের তরফে ঋষভ পন্থ এন্ড কোং-কে নির্দেশ দেওয়া হয়, প্রতিপক্ষ দলের সঙ্গে যেন হ্যান্ডশেক না করা হয়।

দুই দলের মধ্যে কোনও বৈরিতার জন্য নয়, বরং সতর্ক থাকার উদ্দেশ্যেই এমন নির্দেশ বোর্ডের। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিতে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া যাওয়ার পরে বোর্ডের তরফে সমস্ত ফ্র্যাঞ্চাইজিদের একটি সার্কুলার পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ১৫ সেকেন্ড পরেও DRS! কেনের বিতর্কিত রিভিউয়ে মাঠেই আম্পায়ারের সঙ্গে তোলপাড় বেয়ারস্টোর

শুক্রবার জানা যায়, দিল্লি ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহার্ট করোনা আক্রান্ত হয়েছেন। এরপরে গোটা দলকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। পরে জানা যায়, ফ্র্যাঞ্চাইজির একজন ম্যাসিওর’ও করোনা টেস্টে পজিটিভ ধরা পড়েছেন। কোনও ক্রিকেটার আরটিপিসিআর টেস্টে পজিটিভ ধরা না পড়লেও বোর্ডের তরফে স্ট্রাকতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

করোনা আক্রান্ত হওয়া এমনিতেই বোর্ডের কাছে ‘ঘরপোড়া গরুর’ মত। গত বছর করোনার জন্যই মাঝপথে স্থগিত হয়ে গিয়েছিল মেগা টুর্নামেন্ট। যদিও এবার করোনা-ভীতি অনেকটাই কম, তবুও বোর্ড কোনওরকম শিথিলতায় নারাজ। নির্বিঘ্নে আইপিএলে আয়োজন করাই আপাতত বোর্ডের কাছে আসল চ্যালেঞ্জ।

আরও পড়ুন: দেশকে গর্বিত করলেন মাধবন-পুত্র! সেরার সেরা পারফর্ম করে রুপো আনলেন বেদান্ত

যাইহোক, ম্যাচে আরসিবি টেক্কা দিল দিল্লিকে। দীনেশ কার্তিক দুরন্ত ব্যাট করে ৩৪ বলে ৬৬ রানের ইনিংসে একাই ফারাক গড়ে দিলেন। ওয়ার্নার ৬৬ করলেও, তাঁর হাফসেঞ্চুরি দলকে জেতাতে পারল না। হাফডজন ম্যাচে তৃতীয় জয় পেয়ে আরসিবি লিগ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে।

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2022 covid affected delhi capitals were asked not to shake hands with rcb cricketers reports