scorecardresearch

প্লে অফ থেকে চেন্নাই ছিটকে যেতেই অবসর! ধোনির দলের তারকা বিদায় জানালেন IPL-কে

আইপিএল থেকে অবসর নিয়ে ফেললেন আম্বাতি রায়ডু। শনিবার বড় ঘোষণায় জানিয়ে দিলেন তিনি।

প্লে অফ থেকে চেন্নাই ছিটকে যেতেই অবসর! ধোনির দলের তারকা বিদায় জানালেন IPL-কে

চেন্নাই সুপার কিংসের তারকা ব্যাটসম্যান আম্বাতি রায়ডু আইপিএল থেকে অবসর ঘোষণা করলেন। জানিয়ে দিলেন, চলতি আইপিএল-ই শেষ। তারপরে তাঁকে আর ক্রোড়পতি লিগে দেখা যাবে না।

টুইট করে আম্বাতি রায়ডু লেখেন, “জানাতে পেরে ভালো লাগছে যে এটাই আমার শেষ আইপিএল হতে চলেছে। আইপিএলে দারুণ সময় কেটেছে। দুটো বড় দলের হয়ে ১৩ বছর কাটিয়েছি। এই জার্নির জন্য মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই।”

যদিও পরে অজ্ঞাত কারণে সেই টুইট ডিলিট করে দেন তিনি। যা নিয়ে ভালমত ধোঁয়াশা তৈরি।হয়ে থাকল ভরা আইপিএলে।

আইপিএলের ধারাবাহিক পারফর্মার রায়ডু। মোট ১৮৭টি ম্যাচে অংশ নিয়েছেন। ২৯.২৮ গড়ে করেছেন ৪১৮৭ রান। এমনকি এই বছরেও রায়ডু দলের অন্যতম সেরা রান সংগ্রাহক। যদিও চেন্নাই প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। রায়ডুর ফর্ম নজর এড়ায়নি কারোরই। ১২ ম্যাচে তাঁর নামের পাশে ২৭১ রান। গড় ২৭.১০।

আরও পড়ুন: ম্যাককালামের বিদায়! এই পাঁচ তারকা KKR-এর পরবর্তী কোচ হওয়ার দৌড়ে এগিয়ে

মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে রায়ডু ২৪১৬ রান করেছেন। ২৭.১৬ গড়ে। হাফসেঞ্চুরি করেছেন ১৪টি। সেই তুলনায় রায়ডু সিএসকের জার্সিতে করেছেন ৩২.৮০ গড়ে ১৭৭১ রান। হলুদ জার্সিতে ৮টা হাফসেঞ্চুরি করার সঙ্গে একটি শতরানও করেছেন।

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেললেও আন্তর্জাতিক ক্রিকেটের বহুদিন বাইরে রায়ডু। ২০১৯-এ শেষবার জাতীয় দলের হয়ে তাঁকে খেলতে দেখা গিয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই বছরেই বিশ্বকাপের স্কোয়াডে বাদ পড়ার পরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন।

সিএসকে শেষ দুই ম্যাচে খেলবে গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। সেই দুই ম্যাচেই রায়ডুকে শেষবারের মত আইপিএলে দেখা যায় কিনা, সেটাই দেখার।

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2022 csk star batter ambati announces retirement from league