/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/04/Dhoni_ipl.jpeg)
আইপিএল শুরু হওয়ার ৪৮ ঘন্টা আগে নেতৃত্ব ছেড়ে দিয়েছেন। কেরিয়ারের একদম শেষপ্রান্তে উপস্থিত হয়ে ধোনি অবশ্য সময়ের কাঁটাকে পিছনে সরিয়ে দিচ্ছেন। পুরনো স্মৃতি জাগিয়ে তুলছেন। লিগের প্ৰথম ম্যাচেই ধোনি ঝকঝকে হাফসেঞ্চুরি হাঁকিয়ে গিয়েছিলেন নাইট রাইডার্সের বিরুদ্ধে। কঠিন সময়ে ব্যাট করতে নেমে দলকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছিলেন মহাতারকা।
দ্বিতীয় ম্যাচে ৬ বলে ১৬ রানের ক্যামিও খেলে যান। কেরিয়ারে প্ৰথমবার ইনিংসের প্ৰথম বলে ছক্কা হাঁকিয়েও যান লখনৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে। আর পাঞ্জাব কিংসের বিরুদ্ধে অবিশ্বাস্য ক্ষিপ্রতায় পাঞ্জাবের শ্রীলঙ্কান উইকেটকিপার-ব্যাটসম্যান ভানুকা রাজাপক্ষেকে দুরন্তভাবে রান আউট করেন রবিবার। ডাইভ দিয়ে ফিল্ডারের থ্রো সংগ্রহ করে স্ট্যাম্প নাড়িয়ে দিলেন তিনি।
আরও পড়ুন: বাড়ি নেই এখনও! IPL-এর টাকায় বাড়ি কিনতে চাইছেন মুম্বই ইন্ডিয়ান্সের ১৯ বছরের তারকা
চলতি আইপিএলে দারুণ ফর্মে রয়েছেন রাজাপক্ষে। আরসিবির বিরুদ্ধে ফ্র্যাঞ্চাইজির প্ৰথম ম্যাচে রাজাপক্ষে করেন ২২ বলে ৪৩ রান। নাইট রাইডার্স ম্যাচে আবার করে যান ৩১ রান, মাত্র ৯ বলে। তাঁকে ম্যাচের মোক্ষম সময়ে ফিরিয়ে বড়সড় ঝটকা দিয়েছিল চেন্নাই।
Ms Dhoni : 40 year old young man. pic.twitter.com/F0amJecvVa
— MSDian Pravin (@mahi7781_______) April 3, 2022
রবিবারও ভালো ছন্দে ছিলেন তিনি। ৫ বলে ৯ রান করে ব্যাট করছিলেন। তবে ভিন্টেজ ধোনি লঙ্কান তারকাকে অসম্ভব দক্ষতায় রান আউট করার পরে কুর্নিশ করছে ক্রিকেট মহল। ৪০ বছরেও মাঠের মধ্যে এত ক্ষিপ্র, অনেকেই বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছেন। ২০১৬-য় টি২০ ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের বিরুদ্ধে তুখোড় রান আউটের কথাও অনেকের মনে পড়ে গিয়েছে।
Some things Never Changes 🔥 #MSDhonipic.twitter.com/0sNW1W6TSX
— Jayprakash MSDian 🥳🦁 (@ms_dhoni_077) April 3, 2022
Whattta runout by DHONI🔥🔥..treat to watch🤩
— vennela kishore (@vennelakishore) April 3, 2022
MS Dhoni is 40! That sprint man 🔥🔥#CSKvPBKS
https://t.co/LA0C6fZtbd— Karamdeep Singh (@oyeekd) April 3, 2022
Ms Dhoni behind the stumps pic.twitter.com/6cWui5yTzs
— Rajabets India🇮🇳👑 (@smileandraja) April 3, 2022
ধোনি এই ম্যাচে কেরিয়ারের ৩৫০তম টি২০ ম্যাচে নামলেন। মাইল ফলক ম্যাচেই সময়ের কাঁটা ঘুরিয়ে দেওয়া পারফরম্যান্স ধোনির। যাইহোক, টসে জিতে এদিন সিএসকে ক্যাপ্টেন জাদেজা প্ৰথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। চেন্নাই শুরুতেই পাঞ্জাবের জোড়া উইকেট ফেলে দেয়। তবে লিয়াম লিভিংস্টোনের ৩২ বলে ৬০ রান পাঞ্জাবকে ম্যাচে ফিরিয়ে আনে। শিখর ধাওয়ান ২৪ বলে ৩৩ করে যান। ২০ ওভারে পাঞ্জাব ৮ উইকেট হারিয়ে ১৮০ তুলেছে। জয়ের জন্য সিএসকের টার্গেট ১৮১।