দীনেশ কার্তিকের অপ্রতিরোধ্য ফর্ম আইপিএলের অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। শনিবার ওয়াংখেড়েতেও সেই মারাত্মক ফর্মে ব্যাট হাতে ঝলসে উঠলেন দীনেশ কার্তিক। আরসিবির বর্ষীয়ান তারকার ব্যাট থেকে বেরোল ৩৪ বলে ৬৬ রানের বিধ্বংসী ইনিংস। কার্তিকের ব্যাটিং বিস্ফোরণে ভর করেই আরসিবি ২০ ওভারে তুলল ১৮৯ রান।
নিজের বিধ্বংসী ইনিংসে কার্তিকের মেজাজের সামনে পড়ে গেলেন মুস্তাফিজুর রহমানও। বাংলাদেশি পেসারের ওভারে প্ৰথম তিন বলেই বাউন্ডারি হাঁকিয়েছিলেন কার্তিক। শেষ দু বলে এল পরপর ছক্কা। ওভারের সমাপ্তি ঘটে বাউন্ডারিতে।
আরও পড়ুন: ভাগ্য ফেরাবে অর্জুনই! বিধ্বস্ত মুম্বইয়ে শচীন-পুত্রকে খেলানোর বেনজির আর্জি আজাহারের
এদিনও কার্তিক অপরাজিত থাকলেন। গোটা টুর্নামেন্টে এখনও পর্যন্ত কার্তিক কেবল চেন্নাই ম্যাচেই আউট হয়েছেন। শাহবাজ আহমেদের সঙ্গে কার্তিক ৯৭ রানের পার্টনারশিপ গড়ে গেলেন। শাহবাজ-ও ২১ বলে ৩২ রানের ক্যামিও ইনিংস খেলে যান। কার্তিক-শাহবাজের ষষ্ঠ উইকেটের এই পার্টনারশিপ আইপিএলের ইতিহাসে তৃতীয় সেরা।
ব্যাট করতে নেমে আরসিবির শুরুটা মোটেই ভালো হয়নি। পাওয়ার প্লে-র মধ্যেই দুই ওপেনার ফাফ ডুপ্লেসিস এবং অনুজ রাওয়াত আউট হয়ে গিয়েছিলেন। কোহলির ব্যাট হাতে রানের খরা অব্যাহত। এদিনও ললিত যাদবের দুরন্ত থ্রো-য়ে বিরাটকে চলতি আইপিএলের দ্বিতীয়বার রান আউট হতে হল। অন্যপ্রান্তে নিয়মিত ব্যবধানে উইকেট পড়লেও গ্লেন ম্যাক্সওয়েল রান রেট বজায় রাখার কাজ করে গিয়েছেন।
মুস্তাফিজুরের খরুচে ওভারের আগে ম্যাক্সওয়েলও কুলদীপ যাদবের এক ওভারে বাউন্ডারি-ওভার বাউন্ডারিতে ২২ রান তুলেছিলেন।চলতি আইপিএলের অন্যতম সেরা বোলার কুলদীপ। তাঁর ওভারেই অজি অলরাউন্ডার তিনটে ওভার বাউন্ডারি এবং একটি বাউন্ডারি হাঁকিয়ে যান।