/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/04/Mumbai-Indians.jpg)
অবশেষে সেলিব্রেট করার কোনও কারণ খুঁজে পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। শনিবার মরশুমের প্ৰথম হয় পেয়েছে রোহিত শর্মার দল। তাও আবার দুরন্ত ফর্মে থাকা রাজস্থান রয়্যালসের বিপক্ষে। রুদ্ধশ্বাস শেষ ওভারের ফিনিশে মুম্বই পাঁচ উইকেটে জয় পেয়েছে।
অবশেষে স্বমূর্তিতে ধরা দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। একের পর এক ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের পরে মুম্বই বোলাররা রাজস্থানকে মাত্র ১৫৮ রানে আটকে রাখতে সমর্থ হয়েছে। জসপ্রীত বুমরা যথারীতি কৃপণতম স্পেল করার পরে হৃতিক শোকিন এবং রিলি মেরেডিথ দুজনেই দুটো করে উইকেট দখল করেছেন। তবে সকলের নজর কেড়ে নিয়েছেন অভিষেককারী কুমার কার্তিকেয়। আইপিএলের প্ৰথম ম্যাচেই ৪ ওভারে মাত্র ১৯ রান খরচ করে তুলে নিয়েছেন ১ উইকেট। তাঁর প্ৰথম শিকার রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন।
আরও পড়ুন: কোহলির জন্যই কি হারল RCB! হাফসেঞ্চুরি করেও বদনামের ভাগিদার মহাতারকা
ম্যাচের পরেই মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের নতুন তারকাকে নিয়ে উচ্ছ্বসিত। দলীয় সতীর্থ তো বটেই ক্রিকেট মহলের প্রশংসা আদায় করে নিয়েছেন তিনি। এমনকি মুম্বই ইন্ডিয়ান্স মালকিন নীতা আম্বানিও ফোনে প্রশংসায় ভরিয়ে দেন কুমার কার্তিকেয়কে। বলে দেন, "আপনি দারুণ খেলেছেন। এভাবেই জ্বলে উঠতে থাকুন।"
Pehla impression ho toh aisa! 😎
Kartikeya rightly deserved a Dressing Room POTM 🎖️ after his fine spell last night. 🌪️💙#OneFamily#DilKholKe#MumbaiIndians#RRvMI@Kartike54075753 MI TV pic.twitter.com/d1RUc46ou7— Mumbai Indians (@mipaltan) May 1, 2022
নিজের দুরন্ত পারফরম্যান্সের পরে কুমার কার্তিকেয় নিজেকে 'রহস্য বোলার' বলে দিয়েছেন। মুম্বই-রাজস্থান ম্যাচের বিরতিতে কুমার কার্তিকেয় বলে দিয়েছেন, "ভালো লাগছে। আমি একজন মিস্ট্রি বোলার। প্ৰথমে খেলতে নামার সময় একটু নার্ভাস ছিলাম। তবে রাতে বিপক্ষের প্রত্যেক ব্যাটসম্যানকে নিয়ে আলাদা আলাদা প্ল্যানিং করেছিলাম। সঞ্জু স্যামসনকে প্যাডে বল করতে চাইছিলাম। শচীন স্যার পরামর্শ দেওয়ার পরে অনেক আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল।"
আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের প্রাথমিক স্কোয়াডে কার্তিকেয় ছিলেন না। তবে গত সপ্তাহে আর্শাদ খান ইনজুরিতে ছিটকে যাওয়ার পরে কার্তিকেয়কে স্কোয়াডে যুক্ত করে নেওয়া হয়। ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফর্ম করা এই তারকা উঠে এসেছেন মধ্যপ্রদেশ থেকে।