নো বল বিতর্কের পরে দিল্লি ক্যাপিটালসের ত্রিমূর্তি ঋষভ পন্থ, শার্দূল ঠাকুর এবং সহকারী কোচ প্রবীণ আমরেকে কড়া শাস্তি দিল বোর্ড। নো বল না দেওয়ায় প্রকাশ্যেই অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তের বিষোদগার করেন পন্থ ও শার্দূল। অন্যদিকে, প্রবীণ আমরেকে মাঠে নামিয়ে দেওয়া হয় আম্পায়ারের সঙ্গে কথা বলতে।
এই কারণেই পন্থ এবং আমরের ম্যাচ ফি-র একশো শতাংশ কেটে নেওয়া হয়। শার্দূলের ম্যাচ ফি-র পঞ্চাশ শতাংশ কেটে নেওয়া হয়েছে। বিবৃতি দিয়ে লিগ কমিটির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল এই তথ্য।
আরও পড়ুন: নো বলে উত্তপ্ত IPL! ম্যাচ ভণ্ডুল করতে চাইলেন পন্থ, মাঠে ধুন্ধুমার দিল্লির, দেখুন ভিডিও
আইপিএলের সরকারি বিবৃতি:
রাজস্থান রয়্যালস ম্যাচে ওয়াংখেড়েতে নিয়ম শৃঙ্খলা ভঙ্গের জন্য ঋষভ পন্থের ম্যাচ ফি-র একশো শতাংশ জরিমানা করা হল। আইপিএল কোড অফ কন্ডাক্টের ২.৭ নম্বর ধারা অনুযায়ী, লেভেল ২ পর্যায়ভুক্ত অপরাধ করেছেন পন্থ।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আইপিএলের নিয়ম শৃংখলা ভঙ্গের জন্য শার্দূল ঠাকুরের ম্যাচ ফি-র ৫০ শতাংশ কেটে নেওয়া হবে। আইপিএলের কোড অফ কন্ডাক্টের ২.৮ ধারা অনুযায়ী শার্দূল ঠাকুর লেভেল ২ পর্যায়ের অপরাধ করেছেন। নিজের দোষ স্বীকার করেছেন তিনি।
আইপিএলের শৃঙ্খলা ভঙ্গের কারণে দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ প্রবীণ আমরের ম্যাচ ফি-র একশো শতাংশ জরিমানা করা হল। সেই সঙ্গে তাঁকে এক ম্যাচ নির্বাসনেও পাঠানো হল। আইপিএলের কোড অফ কন্ডাক্টের ২.২ নম্বর ধারা অনুযায়ী লেভেল ২ পর্যায়ভুক্ত অপরাধ করেছেন আমরে। নিজের দোষ স্বীকার করে নিয়েছেন তিনি।