বাইশগজ থেকে অবসর নিয়েছেন কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স। গত মরসুমের আইপিএল খেলার পরেই ক্রিকেটকে আলবিদা জানান মহাতারকা। তবে এবিডির অভাব যেন বুঝতেই দিচ্ছেন না দেওয়াল্ড ব্রেভিস। ক্রিকেট বিশ্বে যিনি হৈচৈ ফেলে দিয়েছেন। 'বেবি এবি' হিসাবে মাতিয়ে চলেছেন চলতি আইপিএল।
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নিজের আইপিএল কেরিয়ারের দ্বিতীয় ম্যাচেই সংহারমূর্তি ধরলেন প্রোটিয়াজ উঠতি তারকা। ২০২২ যুব বিশ্বকাপে সর্বোচ্চ রান স্কোরার হয়েছিলেন ব্রেভিস। বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ব্রেভিসের দুরন্ত ইনিংসের সাক্ষী থাকল আইপিএল জগত।
আরও পড়ুন: ক্রিকেটের জন্য একসময় ছেলেকে মারধোর করতেন! সেই পুত্রের কীর্তিতেই গর্বিত নাপিত-বাবা
পুণের এমসিএ স্টেডিয়ামে রাহুল চাহারকে তুলোধোনা করলেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ব্যাটার। পাঞ্জাবের ১৯৯ রান চেজ করতে নেমে বিস্ফোরণ ঘটল ব্রেভিসের ব্যাটে। নবম ওভারের ঘটনা চাহারের ওভারে ব্রেভিস চার ছক্কা এবং একটা বাউন্ডারি সমেত তুললেন ২৯ রান। ব্যাট হাতে বেবি এবির রুদ্রমূর্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ভাইরাল।
রাহুল চাহারের ওভারে ২৮ রান তোলার পরে ব্রেভিসের ব্যক্তিগত স্কোর দাঁড়ায় ২১ বলে ৪৪। ১১ তম ওভারে ব্রেভিসকে আউট করেন আর্শদীপ সিং। হাই স্কোরিং ম্যাচে ব্রেভিস ২৫ বলে ৪৯ করে থামেন শেষমেশ। ব্রেভিসের দুরন্ত ইনিংস সত্ত্বেও মুম্বই রান চেজ করতে ব্যর্থ হয়।
আইপিএলে ৩ কোটি টাকায় মুম্বই ইন্ডিয়ান্স কিনেছিল দেওয়াল্ড ব্রেভিসকে। প্ৰথম ম্যাচে আরসিবির বিরুদ্ধে অভিষেক ঘটানোর পরে বিরাট কোহলিকে আউট করেছিলেন উঠতি তারকা। সেই ম্যাচেও আরসিবির কাছে হারতে হয়েছিল মুম্বইকে। ম্যাচের পরে কোহলি-ব্রেভিসকে আলাপ চারিতায় মাততে দেখা গিয়েছিল।