Advertisment

রবিবার IPL চ্যাম্পিয়ন পাবে কোটি কোটি টাকা! রানার্স সহ বাকি দলের ভাগ্যেও রয়েছে বিশাল অর্থ

রবিবার ম্যাচ শেষে ঘোষিত হবে আইপিএলের একের পর এক পুরস্কার মূল্য। উড়বে কোটি কোটি টাকা।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

প্রায় দু-মাস পরে আইপিএলে ফুলস্টপ পড়তে চলেছে রবিবার রাতে। আহমেদাবাদের আইকনিক স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস।

Advertisment

প্ৰথম মরশুমে নিজেদের হোম গ্রাউন্ডে চ্যাম্পিয়ন হতে পারলে স্বপ্ন যেন ছুঁতে পারবে গুজরাট টাইটান্স। অভিষেক মরশুমেই সকলের প্রত্যাশা ছাপিয়ে প্ৰথম দল হিসেবে প্লে অফ তারপরে ফাইনালের টিকিট অর্জন করেছে টাইটান্স বাহিনী।

অন্যদিকে, রাজস্থান রয়্যালস শ্যেন ওয়ার্ন মন্ত্রে উদ্দীপিত হয়ে ফাইনালের মঞ্চে নামছে। ২০০৮-এ প্ৰথম ফাইনাল জিতেছিল রাজস্থান। এবার দল সম্প্রসারনের পরেও প্ৰথমবার যদি রাজস্থানের হাতে ট্রফি উঠে, তার থেকে মধুর আর কী হতে পারে!

আরও পড়ুন: একসময় KKR-এর ক্যাপ্টেন ছিলেন কার্তিক! নাইট সমর্থকদের এবার খাটো করলেন IPL শেষে

যাইহোক, আইপিএল বিশ্বের ধনীতম ক্রিকেট লিগ। ফাইনালের মঞ্চেই টাকার ঝড় উঠবে। ফাইনালের বিজয়ী তো বতেইজ রানার্স, গোলাপি-বেগুনি টুপির মালিক, এমার্জিং প্লেয়ার, ফেয়ার প্লে পুরস্কার- একাধিক বিভাগে পুরস্কার দেওয়া হবে।

আইপিএল ফাইনালের পরে যে পুরস্কার দেওয়া হবে:

চ্যাম্পিয়ন দল: আইপিএলের বিজয়ী দল পুরস্কার মূল্য হিসাবে বিসিসিআইয়ের কাছ থেকে ২০ কোটি টাকা পাবে।

রানার্স আপ: আইপিএলে দ্বিতীয় স্থানে শেষ করার জন্য বোর্ডের তরফে ১৩ কোটি।দেওয়া হবে রানার্স আপ দলকে।

তৃতীয় স্থান: দ্বিতীয় কোয়ালিফায়ারে যে দল হেরেছে (আরসিবি) সেই দলের ভাগ্যে রয়েছে ৭ কোটি টাকা।

চতুর্থ স্থান: প্ৰথম এলিমিনেটরে যে দল হেরেছে (লখনৌ) সেই দল পাবে ৬.৫ কোটি টাকা।

আরও পড়ুন: ধাওয়ানকে টিম ইন্ডিয়ায় বাদ দেন কোচ দ্রাবিড়ই! দলের ভিতরের ঘটনা বেআব্রু হল সর্বসমক্ষে

গোলাপি টুপি: টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রহকারীকে দেওয়া হয় গোলাপি টুপি। তাঁকে দেওয়া হয় ১৫ লক্ষ টাকার নগদ পুরস্কার। জস বাটলার এই মুহূর্তে গোলাপি টুপি দখলের যুদ্ধে এগিয়ে রয়েছে।

বেগুনি টুপি: যে বোলার আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি তাঁকে দেওয়া হয় বেগুনি টুপি। বোর্ডের তরফে মেলে নগদ ১৫ লক্ষ টাকা। এই মুহূর্তে রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল বেগুনি টুপি দখলে সবথেকে এগিয়ে রয়েছে।

আইপিএল এমার্জিং প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট: টুর্নামেন্টের উঠতি তারকাকে দেওয়া হয় নগদ ২০ লক্ষ টাকা।

ম্যাক্সিমাম সিক্সেস: টুর্নামেন্টে সবথেকে বেশি ছক্কা হাঁকানো তারকাকে দেওয়া হয় ম্যাক্সিমাম সিক্সেস এওয়ার্ড। মেলে নগদ ১২ লক্ষ টাকা।

গেম চেঞ্জার অফ দ্য সিজন: মরশুমে মোড় ঘোরানো তারকাকে দেওয়া হয় গেম চেঞ্জার এওয়ার্ড। মেলে নগদ ১২ লক্ষ টাকা।

আরও পড়ুন: লক্ষ লক্ষ টাকায় নতুন বাড়ি! তবুও রিঙ্কুর বাবা-মা রয়েছেন ভাঙা বাড়িতেই

সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন: এই বিভাগে জয়ী তারকাকে দেওয়া হয় ১৫ লক্ষ টাকা।

মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য সিজন: জয়ী সংস্লিষ্ট তারকাকে দেওয়া হয় নগদ ১২ লক্ষ টাকা।

ফেয়ার প্লে এওয়ার্ড: যে দল সবথেকে বেশি ফেয়ার পয়েন্ট অর্জন করেছে, তাদের ফেয়ার প্লে এওয়ার্ড দেওয়া হয়।

Rajasthan Royals BCCI IPL Gujarat Titans
Advertisment