Advertisment

কোহলি-রোহিত নন, টিম ইন্ডিয়ার টি২০ ক্যাপ্টেন হচ্ছেন এই তারকা! বড় ঘোষণার পথে নির্বাচকরা

আইপিএল শেষ হলেই জাতীয় দল ঘরের মাঠে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। শীঘ্রই সেই সিরিজের জন্য দল ঘোষিত হবে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

জুনের ৯ তারিখ থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজের নামতে চলেছে টিম ইন্ডিয়া। আসন্ন সেই সিরিজের স্কোয়াড শীঘ্রই ঘোষিত হতে চলেছে। তবে রোহিত কিম্বা বিরাট কেউ নন, টি২০ সিরিজে নির্বাচকরা সম্ভবত হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন ঘোষণা করতে চলেছেন। একাধিক তারকাকে আইপিএলের পর বিশ্রামে পাঠাতে পারেন নির্বাচকরা।

Advertisment

জি নিউজের প্রতিবেদনে বলা হচ্ছে, হার্দিক পান্ডিয়াকে নেতৃত্ব উপহার দেওয়া হবে আইপিএলে দুরন্ত ফর্মে অধিনায়কত্ব চালিয়ে যাওয়ায়। নেতৃত্বের পাশাপাশি ব্যাটে-বলে দারুণ ছন্দে রয়েছেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। চোট সারিয়ে আইপিএলে নতুন দলের জার্সিতে আত্মপ্রকাশ ঘটেছিল হার্দিকের। বাকিটা ইতিহাস। প্ৰথম দল হিসেবে আইপিএলের প্লে অফে ওঠা নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স। আর ব্যাটে-বলে-নেতৃত্বে প্রতিদিনই চমকে দিয়েছেন হার্দিক।

আরও পড়ুন: পন্থ একাই হারিয়ে দিলেন দিল্লিকে! চরম ভুলের খেসারতে কীভাবে ছিটকে গেল ক্যাপিটালস, রইল ভিডিও

বিরাট কোহলি আগেই ইঙ্গিত দিয়েছেন অফ ফর্মের খরা কাটানোর জন্য অনির্দিষ্টকালের জন্য ব্রেক নিতে পারেন। তবে কোহলিট সঙ্গেই একাধিক সিনিয়র তারকাকে বিশ্রামের পথে হাঁটবেন নির্বাচকরা। এর মধ্যে রয়েছেন তিন ফরম্যাটের নতুন অধিনায়ক রোহিত শর্মা, উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ এবং জসপ্রীত বুমরা। একাধিক তারকাকে বিশ্রাম দেওয়ায় নতুন উঠতি প্রতিভাদের টি২০ বিশ্বকাপের আগে যাচাই করার পথে হাঁটতে পরে টিম ইন্ডিয়া। আইপিএলে ভালো পারফরম্যান্সের পরে জাতীয় দলের হয়ে এঁরা কেমনভাবে নিজেদের মেলে ধরবেন, সেদিকে নজর থাকবে নির্বাচকদের।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে সুযোগ পেতে পারেন শিখর ধাওয়ান। পাঞ্জাবের হয়ে চলতি আইপিএলে ৪০০ প্লাস রান করেছেন। তিনটে হাফসেঞ্চুরির মধ্যে ৮৮ নটআউটের ইনিংস রয়েছে। মুম্বইয়ের হয়ে সেভাবে জ্বলে উঠতে না পারলেও ঈশান কিষানকে সম্ভবত সুযোগ দেবেন নির্বাচকরা। পন্থের অনুপস্থিতিতে উইকেটকিপার-ব্যাটসম্যানের কোটায় নেওয়া হতে পারে দীনেশ কার্তিককেও। যিনি আরসিবির জার্সিতে ধারাবাহিকভাবে একের পর এক ম্যাচে দারুণ পারফরম্যান্স করে চলেছেন।

আরও পড়ুন: ভাইয়ের অভিষেক দেখতে ওয়াংখেড়েতে হতাশ সারা! বাইরে বসেই IPL শেষ অর্জুন তেন্ডুলকরের

বলা হচ্ছে, সূর্যকুমার যাদব ফিট থাকলে তাকেও রাখা হতে পারে। গুজরাট টাইটান্সেরর হয়ে দুরন্ত খেলার পুরস্কার পেতে পারেন রাহুল তেওটিয়া। ফিনিশার হিসাবে ভাবা হতে পারে তাঁকে। এছাড়াও নির্বাচকদের গুড বুকে রয়েছেন রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন, লখনৌয়ের দীপক হুডা, ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, দিল্লির কুলদীপ যাদব, পেসার হর্ষল প্যাটেল, এবং পেস সেনসেশন উমরান মালিক।

লখনৌয়ের মহসিন খান এবং পাঞ্জাবের আর্শদীপ সিংয়ের মধ্যে একজনকে বাছা হতে পারে। ডেথ ওভারে অভিজ্ঞতার জেরে সুযোগ মিলতে পারে ভুবনেশ্বর কুমারের। এছাড়াও আইপিএল ফর্মের জন্য থাকতে পারেন আবেশ খান-ও।

Hardik Pandya IPL Indian Cricket Team
Advertisment