চলতি আইপিএলের সবথেকে বড় বিতর্ক ঘটে গিয়েছে বৃহস্পতিবার। ওয়াংখেড়েতে রাজস্থান বনাম দিল্লি ম্যাচে নো বলকে কেন্দ্র করে বেঁধে গিয়েছে ধুন্ধুমার। শেষ ওভারে আম্পায়ারের নো বল না দেওয়াকে কেন্দ্র করে দিল্লির ডাগ আউট উত্তপ্ত হয়ে পড়ে। হাই ফুল টসকে নো বল না দেওয়ার পরেই বিতর্কের সূত্রপাত।
চরম হতাশায় দিল্লি ক্যাপ্টেন ঋষভ পন্থকে দেখা যায় রভম্যান পাওয়েল এবং কুলদীপ যাদবকে মাঠ ছাড়ার নির্দেশ দেন। একই সঙ্গে সহকারী কোচ প্রবীণ আমরে মাঠে নেমে আম্পায়ারের সঙ্গে কথা চালাতে যান।
আরও পড়ুন: একই ছাদের তলায় দুই স্ত্রী-র সঙ্গে বাস! অরুণ লালের দ্বিতীয় বিয়েতে কী বলছে আইন
পরে শৃঙ্খলাভঙ্গের কারণে আইপিএলের গভর্নিং কাউন্সিলের তরফে ঋষভ পন্থ, প্রবীণ আমরে এবং শার্দূল ঠাকুরকে জরিমানা করা হয়। ম্যাচ ফির জরিমানা হয় পন্থ-শার্দূলের। জরিমানার সঙ্গে এক ম্যাচ নির্বাসিত করা হয় প্রবীণ আমরেকে।
আরও পড়ুন: নো বলে উত্তপ্ত IPL! ম্যাচ ভণ্ডুল করতে চাইলেন পন্থ, মাঠে ধুন্ধুমার দিল্লির, দেখুন ভিডিও
এই নো বল বিতর্কের মধ্যেই সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে পন্থকে দেখা যাচ্ছে জস বাটলারের সঙ্গে উত্তপ্ত কথোপকথন চালিয়ে যেতে। বাউন্ডারি লাইনের ধারে বাটলারকে দৃশ্যতই ক্ষিপ্ত হয়ে উঠতে দেখা যায় পন্থের কর্মকান্ডে। নিজের আবেগকে মোটেই আড়াল করতে পারেননি বৃহস্পতিবার ম্যাচের শতরানকারী তারকা।
একইভাবে পন্থকেও দেখা যায় বাটলারের সঙ্গে উত্তপ্ত বাগযুদ্ধ চালিয়ে যেতে। পরে অবশ্য পন্থ ম্যাচের শেষে বলে যান, "ডাগ আউটে সকলেই হতাশ হয়ে পড়ে। এটা খুব একটা ক্লোজ সিদ্ধান্তও ছিল না। জলের মত স্পষ্ট ছিল নো বল। মাঠের সকলেই সেটা দেখেছে। তৃতীয় আম্পায়ারের সরাসরি হস্তক্ষেপ করে বলা উচিত ছিল যে এটা নো বল। মাঠে আমরেকে পাঠানো মোটেই ঠিক হয়নি। তবে আমাদের সঙ্গে যা হল, সেটাও ঠিক হল না। উত্তেজনার মুহূর্তে এমনটা ঘটে গিয়েছে। দুই তরফেই ভুল ছিল। টুর্নামেন্টে আম্পায়ারিং যথেষ্ট ভালো হচ্ছে। তাই এটা যথেষ্ট হতাশার ছিল।"