ইংল্যান্ডের সুপারস্টার জস বাটলারকে থামানোই যাচ্ছে না। কেকেআরের বিরুদ্ধে ফের একবার বাটলার সেঞ্চুরি হাঁকিয়ে গেলেন। যা তাঁর চলতি মরশুমের দ্বিতীয়। মুম্বইয়ের ব্র্যাবোর্ণে মাত্র ৬০ বলে শতরান হাঁকিয়ে গেলেন তিনি।
সেই সঙ্গে বিরল নজির গড়ে ফেললেন বাটলার। এই নিয়ে ষষ্ঠ ব্যাটসম্যান হিসাবে আইপিএলের একই মরশুমে একাধিক শতরান করার কীর্তি গড়ে ফেললেন তিনি। এর আগে এমন কীর্তির মালিক ছিলেন বিরাট কোহলি, ক্রিস গেইল, হাশিম আমলা, শ্যেন ওয়াটসন, শিখর ধাওয়ান। এই তালিকায় নবতম সংযোজন বাটলার।
এর আগে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চলতি মাসের শুরুতেই শতরান করে যান তিনি। এর আগে আইপিএলের ২০২১ মরশুমেও শতরান করে গিয়েছিলেন তিনি। সবমিলিয়ে শেষ সাত আইপিএল ইনিংসে তিনটে সেঞ্চুরি হাঁকিয়ে ফেললেন। গত মরশুমে ভারতীয় পর্বের আইপিএল খেলার পরে আমিরশাহি পর্বে খেলেননি তিনি।