/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/04/kkr-pbks.jpg)
Kolkata Knight Riders vs Punjab Kings (KKR vs PBKS) Players List: প্ৰথম ম্যাচে জয় দিয়ে শুরু করেছে পাঞ্জাব কিংস। তবে বোলারদের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ফ্র্যাঞ্চাইজি। আরসিবি ম্যাচে ২০০-র -বেশি রান খরচ করেছিল পাঞ্জাব। বিধ্বংসী ফর্মে থাকা ডুপ্লেসিসের কাছে স্রেফ উড়ে গিয়েছিল সন্দীপ শর্মা, আর্শদীপ সিং, ওডিয়ন স্মিথদের যাবতীয় প্রতিরোধ।
তবে নাইট রাইডার্স ম্যাচে পাঞ্জাবের দুশ্চিন্তা কমিয়ে ফিরতে পারেন দক্ষিণ আফ্রিকান স্পিডস্টার কাগিসো রাবাদা।
আরও পড়ুন: ধোনিদের মহিলা সমর্থক হঠাৎ আহত! রুদ্ধশ্বাস ম্যাচে অন্য বিপত্তি স্টেডিয়ামে, দেখুন ভিডিও
তিন দিনের কোয়ারেন্টিন কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। আরসিবি ম্যাচে খেলতে পারেননি। দ্বিতীয় ম্যাচেই খেলতে নামলে মায়াঙ্ক আগারওয়ালের চিন্তা অনেকটাই কমবে।
দু-মাস ব্যাপী লম্বা আইপিএল। টুর্নামেন্টের শুরুর দিকে ওয়াংখেড়ের পিচ অনেকটাই সতেজ। পেসাররাও ভালো মত সুবিধা আদায় করে নিচ্ছেন। এমন পিচে ব্যাটিং করা মোটেই সহজ নয়। টস ম্যাচে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। দ্বিতীয় ইনিংসে শিশিরের কারণে বোলারদের বল গ্রিপ করতে সমস্যা হচ্ছে। সেই হিসাবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা তুলনামূলকভাবে সহজ।
পাঞ্জাব একাদশে তাই কাগিসো রাবাদার অন্তর্ভুক্তি স্রেফ সময়ের অপেক্ষা। নাইটদের সামনে শক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে প্রোটিয়াজ স্পিডস্টার। অন্যদিকে, কেকেআর আগের ম্যাচে হারলেও সেই ম্যাচের একাদশ অপরিবর্তিত রাখতে পারে। ফিঞ্চ এবং কামিন্সরা দলে যোগ দেননি। তাই চার বিদেশি যথারীতি স্যাম বিলিংস, সুনীল নারিন, আন্দ্রে রাসেল এবং টিম সাউদি।
আগের ম্যাচে ব্যাট হাতে স্মিথের বিধ্বংসী ইনিংসে খড়কুটোর মত উড়ে গিয়েছিল আরসিবি। স্মিথের সেই ব্যাটিং ঝলকানি নাইট ম্যাচেও দেখতে পাওয়া যায় কিনা, সেটাও দেখার।
কেকেআর সম্ভাব্য প্ৰথম একাদশ:
অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, স্যাম বিলিংস, নীতিশ রানা, আন্দ্রে রাসেল, শেলডন জ্যাকসন, সুনীল নারিন, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী
পাঞ্জাব কিংস সম্ভাব্য প্ৰথম একাদশ:
শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগারওয়াল, ভানুকা রাজাপক্ষে, লিয়াম লিভিংস্টোন, শাহরুখ খান, রাজ অঙ্গদ বাওয়া, ওডিয়ন স্মিথ, হরপ্রীত ব্রার, কাগিসো রাবাদা, আর্শদীপ সিং, সন্দীপ শর্মা