Advertisment

অভিষেক ঘটিয়েই পরের ম্যাচে বাদ নাইট একাদশে! নারিনের ১৫০তম ম্যাচে বড় বদল

IPL 2022 পরপর হার হজম করে কেকেআর লিগ তালিকায় অনেকটাই নেমে গিয়েছে। এবার জয়ে ফেরার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল নাইট রাইডার্স।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

১৫০ তম ম্যাচে খেলতে নামলেন সুনীল নারিন। ল্যান্ডমার্ক ম্যাচে কোচ ম্যাককুলামের কাছ থেকে স্পেশ্যাল জার্সি পেলেন ক্যারিবিয়ান তারকা। কেকেআরের হয়ে সবথেকে বেশি আইপিএল ম্যাচ খেলা তারকা আপাতত তিনিই।

Advertisment

আর নারিনের মাইলফলক ম্যাচে টস জিতলেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। টসে জিতে বোলিং করবে কেকেআর। আগের ম্যাচে তিনটে বদল ঘটিয়ে খেলতে নেমেছিল কেকেআর। সেই একাদশ থেকে একটা পরিবর্তন ঘটিয়ে নামল নাইট রাইডার্স। আগের ম্যাচে কেকেআরের জার্সিতে অভিষেক ঘটিয়েছিলেন আমন খান। সোমবার আমন খানকে বাইরে বসিয়ে ফেরানো হল শিভম মাভিকে। বাকি একাদশ অপরিবর্তিত রয়েছে।

অন্যদিকে, রাজস্থান রয়্যালস একাদশে তিনটে বদল ঘটেছে। ফিট হয়ে খেলতে নামছেন ট্রেন্ট বোল্ট। সেইসঙ্গে রাজস্থান জার্সিতে অভিষেক ঘটছে ওবেদ ম্যাককয়ের। রয়েছেন করুন নায়ারও। বাইরে বসতে হচ্ছে জিমি নিশাম, কুলদীপ সেন এবং রাসি ভ্যান দার ডুসেনকে।

কেকেআর একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, ফিঞ্চ, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, শেলডন জ্যাকসন, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, শিভম মাভি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী

IPL Rajasthan Royals KKR Kolkata Knight Riders
Advertisment