আরসিবি ম্যাচে টসে হেরে বসলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিলেন ফাফ ডুপ্লেসিস। নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিতে গিয়ে আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসিস জানিয়েছেন, "আমি পিচ বিশেষজ্ঞ নই। তবে এই পিচ দেখে মনে হয়েছে, কিছুটা চটচটে ভাব রয়েছে। তাছাড়া ম্যাচের শেষের দিকে শিশির পড়বে। তাই বল কিছুটা স্কিড করতে পারে।"
আরসিবি বুধবার অপরিবর্তিত একাদশ নামালেও কেকেআর স্কোয়াডে একটি বদল ঘটেছে। শিভম মাভির জায়গায় এগারোয় এসেছেন টিম সাউদি। সিএসকের বিরুদ্ধে তিনজন বিদেশিকে নিয়ে প্ৰথম একাদশ সাজিয়েছিল কেকেআর। বুধবার আরসিবির বিপক্ষে টিম সাউদি চতুর্থ বিদেশির কোটায় খেলবেন।
সদ্য কোয়ারেন্টিনের মেয়াদ শেষ করে কেকেআর অনুশীলনে যোগ দিয়েছেন কিউয়ি তারকা টিম সাউদি। বুধবার শিভম মাভিকে বসিয়ে সাউদিকে নামিয়ে দেওয়ার বিষয়ে জল্পনা ছিলই। বুধবার ঠিক সেটাই করল নাইট রাইডার্স।
আরও পড়ুন: ম্যাচের পর ম্যাচ KKR-এ দুর্ব্যবহারের শিকার কুলদীপ! কাইফের ঝাঁঝালো তোপ মর্গ্যান-কার্তিককে
শ্রেয়স আইয়ার টসের পরে বলে দিয়েছেন, "আমিও টস জিতলে বোলিং নিতাম। বেশ কয়েকজন বোলারের সঙ্গে কথা বলেছি। সকলেই জানিয়েছে, প্ৰথম ইনিংসের শেষের দিকে বল হাত থেকে স্লিপ করছে। প্রথম ম্যাচে বোলাররা দারুণ খেলেছে। ব্যাটসম্যানরাও দারুণভাবে ম্যাচ ফিনিশ করেছে। আরসিবি ম্যাচ আমাদের কাছে কড়া চ্যালেঞ্জ।"
কেকেআর প্ৰথম একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, স্যাম বিলিংস, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শেলডন জ্যাকসন, উমেশ যাদব, টিম সাউদি, বরুণ চক্রবর্তী
আরসিবি প্ৰথম একাদশ:
ফাফ ডুপ্লেসিস, অনুজ রাওয়াত, বিরাট কোহলি, বিরাট কোহলি, দীনেশ কার্তিক, শেরফানে রাদারফোর্ড, শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ডেভিড উইলি, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, আকাশদীপ