প্লে অফের আশা বাঁচিয়ে রাখার জন্য কেকেআরকে সোমবারের মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ জিততেই হবে। অফফর্মে থাকা নাইট রাইডার্স মুখোমুখি হচ্ছে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। মুম্বই ইতিমধ্যেই প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। তবে কেকেআর বাকি সমস্ত ম্যাচ জিতলে সামান্য হলেও প্লে অফের আশা বেঁচে থাকবে।
১০ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স আপাতত লিগ তালিকায় দশ নম্বরে। কেকেআর রয়েছে পয়েন্ট টেবিলে মুম্বইয়ের ঠিক ওপরে নয় নম্বর স্থানে। লিগে ১১ ম্যাচে সাত হার এবং চার জয় সমেত নাইটদের পয়েন্ট মাত্র ৮। বাকি তিনটে ম্যাচ জিতলে কেকেআর সর্বোচ্চ ১৪ পয়েন্টে পৌঁছতে পারে। একাধিক দল ১৪ পয়েন্টে ফিনিশ করলে নেট রানরেট বিচার্য হবে।
আরও পড়ুন: এই সপ্তাহেই ঠিক হবে ৭ দলের প্লে অফ ভাগ্য! এখন কোন দল কোন অবস্থায়, মিলিয়ে নিন
শেষ ম্যাচে কেকেআরের হেভিওয়েট ব্যাটিং লাইন আপ মাত্র ১০১ রানে খতম হয়ে গিয়েছিল। লখনৌ ম্যাচে বাইরে বসানো হয়েছিল ভেঙ্কটেশ আইয়ারকে। তবে হারের পরে কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাককালাম ইঙ্গিত দিয়েছেন ভেঙ্কটেশ আইয়ারকে ফেরানো হতে পারে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ফিঞ্চের ওপেনিং পার্টনার হিসাবে প্রত্যাবর্তন ঘটতে পারে ভেঙ্কটেশের।
উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে বেশ কয়েকটি ম্যাচে খেললেও সেভাবে প্রভাব ফেলতে পারেননি বাবা ইন্দ্রজিৎ। ভেঙ্কটেশ আইয়ার ফিরলে তাঁকে বসতে হবে। তাঁর বদলে দলে ঢুকতে পারেন শেলডন জ্যাকসন।
উমেশ যাদব আগের ম্যাচে কাফ মাসলে স্ট্রেনের কারণে খেলতে পারেননি। মুম্বই ম্যাচের আগে পুরোপুরি ফিট না হয়ে উঠতে পারলে টিম সাউদির সঙ্গে পেস বোলিং বিভাগে দেখা যাবে হর্ষিত রানাকে।
কেকেআরের সম্ভাব্য প্ৰথম একাদশ: ফিঞ্চ, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, শেলডন জ্যাকসন, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, অনুকূল রায়, টিম সাউদি, উমেশ যাদব/হর্ষিত রানা, শিভম মাভি