কেকেআর: ১৭৫/৮
সানরাইজার্স হায়দরাবাদ: ১৭৬/৩
আগের ম্যাচে কুলদীপ যাদবের প্রতিশোধের আগুনে ধ্বংস হয়ে গিয়েছিল কেকেআর। ঠিক তার পরের ম্যাচেই নাইট বাহিনীকে মাটি ধরাল অন্য এক নাইট প্রাক্তনী- রাহুল ত্রিপাঠি।
টানা কয়েক বছর ধরে কেকেআর সংসারের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছিলেন রাহুল ত্রিপাঠি। মেগা নিলামের পরে হায়দরাবাদে গিয়ে কেকেআর ম্যাচেই জ্বলে উঠলেন তিনি। যেন বুঝিয়ে দিলেন নিলামের আগে তাঁকে রিটেন না করে ভুল-ই করেছে কেকেআর।
নিজের প্রাক্তন দলের বিরুদ্ধে রাহুল ত্রিপাঠির ব্যাট থেকে বেরোল ৩৭ বলে ৭১ রানের বিধ্বংসী ইনিংস। হাফডজন ছক্কা এবং চারটে বাউন্ডারি হাঁকানো রাহুল ত্রিপাঠিকে ব্যাট হাতে যোগ্য সহায়তা করলেন দক্ষিণ আফ্রিকান আইডেন মারক্রাম (৩৬ বলে ৬৮)।
১৭৫ রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে-র মধ্যেই হায়দরাবাদের জোড়া ওপেনারকে প্যাভিলিয়নে ফিরে যায় কামিন্স, রাসেলদের দৌরাত্ম্যে। তবে সেই সুখের লগ্ন বেশিক্ষণ ধরে রাখতে পারেনি কেকেআর। তৃতীয় উইকেটে ত্রিপাঠি-মারক্রাম মিলে ৯৪ রানের পার্টনারশিপের ম্যাচের ভাগ্য গড়ে দেন। ১৩ বল বাকি থাকতে হাতে ৭ উইকেট নিয়েই জয়ের হ্যাটট্রিক সম্পন্ন করে ফেলে হায়দরাবাদ।
আরও পড়ুন: IPL-এ অভিষেকের মুখে ‘ভাই’ অর্জুন! ইঙ্গিত পেয়েই মুম্বই ইন্ডিয়ান্সের পোস্টে কমেন্ট দিদি সারার
টসে হেরে প্ৰথমে ব্যাট করতে নেমে ফের একবার ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছিল কেকেআর। পাওয়ার প্লে-র মধ্যেই টপ অর্ডার গুটিয়ে ৩১/৩ এবং ১০ ওভার পেরোনোর আগেই শ্রেয়স ফিরে যাওয়ায় ৭০/৪ হয়ে যায় নাইট রাইডার্স। নটরাজন, উমরান মালিকদের সামনে কেকেআরের থরহরি কম্পমান দশা থেকে দলকে উদ্ধার করেন বহু যুদ্ধের ঘোড়া রাসেল (২৫ বলে ৪৯) এবং নীতিশ রানা (৩৬ বলে ৫৪)। দুজনের ব্যাটিং পরাক্রমে ভর করে কেকেআর কোনও রকমে সম্মানজনক স্কোরে পৌঁছয়।
কেকেআর হায়দরাবাদ ম্যাচে তিনটে বদল ঘটিয়ে খেলতে নেমেছিল। ম্যাচের আগেই বড় ধাক্কায় ছিটকে গিয়েছিলেন রসিক সালাম দার। অজিঙ্কা রাহানেকে বাইরে বসানো হয়েছিল ব্যাট হাতে একদম ফর্মে না থাকায়। তাঁর জায়গায় নিয়ে আসা হয় ফিঞ্চকে। বিদেশির কোটায় ফিঞ্চের প্রবেশ ঘটতেই বাদ পড়তে হয়েছে উইকেটকিপার-ব্যাটসম্যান স্যাম বিলিংসকে। সেই কারণে দলে প্রত্যাবর্তন ঘটেছিল স্কোয়াডের দ্বিতীয় উইকেটকিপার ব্যাটসম্যান শেলডন জ্যাকসনের।
আরও পড়ুন: শামির ওপর চিৎকার করে চরম অপমান, হার্দিকের কাণ্ডে ফুঁসছে ক্রিকেট মহল, দেখুন ভিডিও
তবে পরিবর্ত হিসাবে নামা নাইট তারকারা সকলেই ব্যর্থ শুক্রবার। চলতি আইপিএলের প্ৰথম ম্যাচে নেমে ফিঞ্চ যেমন ৭ বলে ৫ রানের বেশি করতে পারলেন না। শেলডন জ্যাকসনের অবদানও ৭ রান।
বোলিংয়ে রসিক সালামের জায়গায় নেওয়া হয়েছিল আমন খানকে। মাত্র ১ ওভারে বল করে আমন খান ১৩ রান বিলিয়ে দিলেন। তৃতীয় ম্যাচ হারার পরে কেকেআর আপাতত লিগ টেবিলে চার নম্বরে নেমে গিয়েছে।
কেকেআর প্ৰথম একাদশ:
ফিঞ্চ, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, শেলডন জ্যাকসন, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, আমন খান