IPL 2022: KKR predicted playing XI against Delhi Capitals in a must win encounter Sports: মরণ বাঁচন দিল্লি ম্যাচে কে বাদ, কে দলে! KKR একাদশ নিয়ে জল্পনা তুঙ্গে | Indian Express Bangla

মরণ বাঁচন দিল্লি ম্যাচে কে বাদ, কে দলে! KKR একাদশ নিয়ে জল্পনা তুঙ্গে

পরপর হারে বেশ সমস্যায় পড়ে গিয়েছে কেকেআর এবং দিল্লি দুই দলই। সেই ম্যাচে কেমন দল সাজায় কেকেআর, নজর রয়েছে।

মরণ বাঁচন দিল্লি ম্যাচে কে বাদ, কে দলে! KKR একাদশ নিয়ে জল্পনা তুঙ্গে

আইপিএলের ৪১তম ম্যাচে খেলতে নামছে দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্স। সপ্তম স্থানে থাকা দিল্লি ক্যাপিটালস ৭ ম্যাচে তিনটে জয় পেয়েছে। অন্যদিকে, এক ম্যাচ বেশি খেলে কেকেআরের জয়ের সংখ্যাও তিনটি। নাইট বাহিনী রয়েছে অষ্টম স্থানে। টানা চার ম্যাচ হেরে কেকেআর দিল্লি ম্যাচে খেলতে নামছে।

প্রথম চার ম্যাচে তিনটে জয় নিয়ে কেকেআর একসময় লিগ টেবিলের শীর্ষে ছিল। সেখান থেকে টানা হারে নেমে আসতে হয়েছে অষ্টম স্থানে। দিল্লির ভরসা জুগিয়ে ফিরতে পারেন মিচেল মার্শ।

আরও পড়ুন: USA-তে পাকিস্তানি দোকানে সুগন্ধি বিক্রি করতেন! IPL-এ এখন ১০ কোটির মালিক RCB-র তারকা

কেকেআর আগের ম্যাচে তিনটে বদল ঘটিয়ে খেলতে নেমেছিল। প্যাট কামিন্সের বদলে নেমে টিম সাউদি নজর কেড়েছেন। তবে সেলডন জ্যাকসনের পরিবর্ত হিসাবে স্যাম বিলিংস একদমই খেলতে পারেননি। তাই ফের একবার জ্যাকসনকে ফিরিয়ে কম্বিনেশন ঠিক রাখতে খেলানো হতে পারে ফিঞ্চকে। নারিনকে ওপেন করতে পাঠানো হয়েছিল শেষ দুই ম্যাচে। প্ৰথমে নারিন রান আউট হয়ে যাওয়ার পরে আগের ম্যাচে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। ফিঞ্চের সঙ্গে ফের নারিনকে ওপেন করতে পাঠানো হয় কিনা, তা দেখার।

গত আইপিএলের আবিষ্কার ভেঙ্কটেশ আইয়ার শোচনীয় ফর্মে রয়েছেন। সরিয়ে দেওয়া হয়েছে ওপেনিং থেকে। তাঁকে পুরোনো ওপেনিং স্লটে নাকি ফিনিশার হিসাবে খেলানো হয়, নজর থাকবে, সেদিকেও। শেলডন জ্যাকসন খেললে রিঙ্কু সিংকে বাইরে বসতে হবে, যিনি আগের ম্যাচে নজর কেড়েছিলেন ব্যাট হাতে। সেটাও ভাবাচ্ছে কেকেআরকে।

বরুণ চক্রবর্তী একদমই ফর্মে নেই। তবে দলে ব্যাক আপ স্পিনার না থাকায় খারাপ ফর্ম সত্ত্বেও তাঁকে খেলিয়ে যাওয়া হবে।

দিল্লি ক্যাপিটালস আবার নো-বল বিতর্কের পর এই প্ৰথম খেলতে নামছে। পুরোনো অধ্যায় সরিয়ে রভম্যান পাওয়েল, ডেভিড ওয়ার্নার, ঋষভ পন্থরা জ্বলে ওঠার জন্য বেছে নিতে পারেন কেকেআর ম্যাচ।

সবমিলিয়ে ওয়াংখেড়ে হাড্ডাহাড্ডি ম্যাচের অপেক্ষায়।

কেকেআর সম্ভাব্য একাদশ:
ফিঞ্চ/বিলিংস, নারিন, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং/শেলডন জ্যাকসন, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, টিম সাউদি/প্যাট কামিন্স, উমেশ যাদব, শিভম মাভি বরুণ চক্রবর্তী

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2022 kkr predicted playing xi against delhi capitals in a must win encounter

Next Story
USA-তে পাকিস্তানি দোকানে সুগন্ধি বিক্রি করতেন! IPL-এ এখন ১০ কোটির মালিক RCB-র তারকা