Advertisment

IPL শেষ নাইট সুপারস্টারের! বিপর্যস্ত KKR-এ শুরু হয়ে গেল ভগবানকে ডাকা

কেকেআর তারকা অজিঙ্কা রাহানে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে বাকি আইপিএল থেকে ছিটকে গেলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

হ্যামস্ট্রিংয়ে গ্রেড-থ্রি ইনজুরি। আইপিএল থেকে ছিটকে যাচ্ছেন কেকেআরের তারকা ওপেনার অজিঙ্কা রাহানে। শীঘ্রই আইপিএলের বায়ো বাবল ত্যাগ করতে চলেছেন তিনি। শুধু আইপিএল নয়, ভারতের আসন্ন ইংল্যান্ড সফর থেকেও ছিটকে গেলেন তিনি। ইংল্যান্ডে সীমিত ওভারের সিরিজ খেলার আগে একটি টেস্ট খেলতে হবে টিম ইন্ডিয়াকে।

Advertisment

জানা যাচ্ছে, শনিবার পুণের এমসিএ স্টেডিয়ামে হায়দরাবাদের বিরুদ্ধে খেলার সময় চোট পান তারকা। সেই ম্যাচে ৫৪ রানে জিতেছিল নাইটরা। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হচ্ছে, রাহানে শীঘ্রই এনসিএ একাডেমিতে রিহ্যাব শুরু করবেন। যা চলবে চার সপ্তাহ ধরে।

আরও পড়ুন: KKR-এর প্লে অফে ওঠার সম্ভবনা কমল ১২.৫ শতাংশ! বাকি ৬ দলের সামনে কতটা সুযোগ

আইপিএলে মোটেই সেরা ফর্মের ধারেকাছে নেই টিম ইন্ডিয়ার তারকা। ৭ ম্যাচে ১৯ গড়ে করেছেন মাত্র ১৩৩ রান। কেকেআরের হয়ে প্ৰথম পাঁচ ম্যাচ খেলার পরে বাদ পড়েন তিনি। তবে রাহানের অনুপস্থিতিতেও ফর্মে ফেরেনি নাইটদের টপ অর্ডার। তাই গত সপ্তাহে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ফের প্রত্যাবর্তন ঘটে কেকেআর একাদশে।

যাইহোক, চলতি লিগে কেকেআরের মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে। আগামী ১৮ মে ডিওয়াই পাতিল স্টেডিয়ামে কেকেআর গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামবে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে। প্লে অফে টিকে থাকার জন্য কেকেআরকে সেই ম্যাচে জিততেই হবে। হারলেই ছিটকে যাওয়া নিশ্চিত করে ফেলবে শ্রেয়স আইয়ারের দল। তবে জিতলেও অন্য ম্যাচের ফলাফলের ওপর নজর রাখতে হবে কেকেআরকে।

আরও পড়ুন: IPL-এ জঘন্য ফর্মে বিরাট-রোহিত! বিশ্বকাপের দলে কি জায়গা হবে, মুখ খুললেন সৌরভও

কয়েকদিন আগেই উরুতে চোট পেয়ে ছিটকে গিয়েছেন দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার প্যাট কামিন্স। তারপরেই রাহানের চোট। শেষ দুই ম্যাচে ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে ওপেনিংয়ে ভরসা জুগিয়েছিলেন তারকা। ফের একবার লখনৌ ম্যাচে নতুন করে ওপেনিং কম্বিনেশন সেট করতে হবে কেকেআর ম্যানেজমেন্টকে। মরণ বাঁচন ম্যাচের আগে যা রীতিমত সমস্যায় ফেলে দিল কেকেআরকে।

গত বছর ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সফরে শোচনীয়ভাবে ব্যর্থ হওয়ার পরে রাহানে শ্রীলঙ্কার বিরুদ্ধে মার্চে দেশের মাটিতে বাদ পড়েন। তারপরে টেস্ট দলে সুযোগ পাওয়া রীতিমত চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছিল তারকার কাছে। শ্রেয়স আইয়ার এবং হনুমা বিহারি সুযোগ পেয়েই প্ৰভাব ফেলার মত পারফরম্যান্স মেলে ধরেছেন। দুজনেই টেস্ট দলে নিজেদের জায়গা ধরে রাখবেন।

IPL Ajinkya Rahane KKR Kolkata Knight Riders
Advertisment