/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/03/kkr.jpeg)
প্ৰথম তিন ম্যাচে পরপর জিতে আইপিএলের সূচনা দারুন করেছিল কেকেআর। তবে তারপরে টানা হারে নাইটদের দলের দুর্বলতা বেআব্রু হয়ে গিয়েছে। হারের ধাক্কা কাটিয়ে ওঠার জন্য এবার কেকেআরের সামনে দুরন্ত ফর্মে থাকা গুজরাট টাইটান্স।
ব্যাটসম্যানরা মোটামুটি ছন্দেই রয়েছেন। তবে প্ৰথম কয়েক ম্যাচের দুরন্ত বোলিং ফর্মের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি নাইট রাইডার্স। হায়দরাবাদ ম্যাচ ১৭৫ তোলা হোক বা রাজস্থান রয়্যালস ম্যাচে ২১৭ রান চেজ করা নাইট ব্যাটসম্যানদের ছন্দেই দেখা গিয়েছে। তবে বোলিং বিভাগ নিয়ে চিন্তার অবকাশ তৈরি হয়েছে আচমকা। উমেশ যাদব প্রথম দিকের মত এখন আর পাওয়ার প্লে-তে উইকেট তুলতে পারছেন না। বরুণ চক্রবর্তী, প্যাট কামিন্সরাও প্রত্যাশিত ফর্মের ধারেকাছে নেই।
আরও পড়ুন: নো বলে উত্তপ্ত IPL! ম্যাচ ভণ্ডুল করতে চাইলেন পন্থ, মাঠে ধুন্ধুমার দিল্লির, দেখুন ভিডিও
রাজস্থান ম্যাচের পর পাঁচদিনের বিশ্রাম পেয়েছে নাইট বাহিনী। এবার তাঁদের সামনে গুজরাটের চ্যালেঞ্জ। যারা শেষ ম্যাচে সিএসকেকে হারিয়েছে।
ফিঞ্চ নাইটদের জার্সিতে নিজের প্ৰথম আইপিএল ম্যাচে জ্বলে উঠতে না পারলেও রাজস্থান রয়্যালস ম্যাচে ধুন্ধুমার ফিফটি হাঁকিয়ে ভরসা জুগিয়েছেন। স্যাম বিলিংস সুস্থ থাকলেও আপাতত এখনই সম্ভবত প্রথম একাদশে ফেরা হচ্ছে না। ফিঞ্চকে রেখেই প্ৰথম এগারো বাছাই করতে পারে নাইট রাইডার্স।
এদিকেজ ভেঙ্কটেশ আইয়ারের ফর্ম নিয়ে উদ্বেগের শিরশিরানি যথেষ্ট মাত্রায় হাজির হয়েছে নাইট সংসারে। প্ৰথম ছয় ম্যাচে ওপেন করতে পাঠানোর পরে ভেঙ্কটেশকে রাজস্থান ম্যাচে ছয় নম্বরে নামিয়ে দেওয়া হয়েছিল। ফিনিশার হিসাবেও নিজের দায়িত্ব পালন করতে পারেননি তিনি। মাত্র ৫ রানে আউট হয়ে যান। তবে স্কোয়াডে সেরকম কোনও ব্যাক আপ না থাকায় ভেঙ্কটেশ আইয়ার অবশ্য নিজের জায়গা ধরে রাখছেন। তবে দ্রুত তাঁকে ফর্মে ফিরতেই হবে।
আরও পড়ুন: একই ছাদের তলায় দুই স্ত্রী-র সঙ্গে বাস! অরুণ লালের দ্বিতীয় বিয়েতে কী বলছে আইন
আগের ম্যাচে নারিন ওপেন করলেও ব্যাটিংয়ের সুযোগ পাওয়ার আগে রান আউট হয়ে যান। টাইটান্স ম্যাচেও নারিনকে ফিঞ্চের ওপেনিং পার্টনার হিসাবে দেখা যেতে পারে। ভেঙ্কটেশ আইয়ার আগের ম্যাচের মতই লোয়ার অর্ডারে নামবেন।
বড় রান তাড়া করতে নেমে অধিনায়ক শ্রেয়স আইয়ার দুরন্ত ব্যাটিং করলেও দলকে ফিনিশিং টাচ দিতে পারেননি। তিনি নিজের ফর্ম ধরে রাখার চেষ্টা করে যাবেন। মিডল অর্ডারে থাকছেন যথারীতি সেলডন জ্যাকসন, নীতিশ রানা এবং আন্দ্রে রাসেল।
রাজস্থান ম্যাচে নাইটদের ভরসা জুগিয়ে ভালো বোলিং করেছিলেন শিবম মাভি। এর আগে আমন খান, রসিক সালাম দারদের সুযোগ দেওয়া হলেও তাঁরা নজর কাড়তে পারেননি। বাকি বোলিং লাইন আপে থাকছেন উমেশ যাদব, প্যাট কামিন্স এবং বরুণ চক্রবর্তীরা।
কেকেআরের সম্ভাব্য প্ৰথম একাদশ:
ফিঞ্চ, সুনীল নারিন, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, সেলডন জ্যাকসন, ভেঙ্কটেশ আইয়ার, আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, উমেশ যাদব, শিভম মাভি, বরুণ চক্রবর্তী