Advertisment

কেকেআরের বিরুদ্ধে হায়দরাবাদ দলে রহস্য স্পিনার, কীভাবে সামলাবে নাইট রাইডার্স

IPL 2022 kkr vs srh match preview দিল্লির আগে কাছে হার হজম করেছে নাইট রাইডার্স। সেই হার থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া কেকেআর।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

প্ৰথম দুই ম্যাচ হারের পরে সানরাইজার্স হায়দরাবাদ আইপিএলে দারুণভাবে প্রত্যাবর্তন করেছে। প্ৰথমে হায়দরাবাদের কাছে বধ হয়েছে সিএসকে। তারপরে হারিয়েছে গুজরাট টাইটান্সকে। এবার সামনে কেকেআরের চ্যালেঞ্জ।

Advertisment

তবে নাইটদের বিরূদ্ধে নামার আগেই বড় সমস্যায় পড়ে গিয়েছে হায়দরাবাদ। আঙুলে চোটের কারণে আপাতত দুটো ম্যাচে নামতে পারবেন না ওয়াশিংটন সুন্দর। তাঁর জায়গায় জগদীশ সুচিতের জায়গা পাওয়া প্রায় পাকা। জাতীয় ক্রিকেট মহলে যিনি রহস্য স্পিনার হিসাবে বেশ পরিচিত। নাইটদের সমস্যায় ফেলার লক্ষ্যে তিনি নামবেন শুক্রবার।

কেকেআর আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হারলেও পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নাইটরা। ২১৬ রানের টার্গেট তাড়া করতে নেমে নাইটরা মুখ থুবড়ে পড়ে মাত্র ১৭১ রানে। আগের ম্যাচে হারলেও কেকেআরের একাদশ অপরিবর্তিত থাকার সম্ভবনা প্রবল।

Sunrisers Hyderabad vs Kolkata Knight Riders, Match 25, IPL 2022

ভেন্যু:
ব্র্যাবোর্ন স্টেডিয়ামে
দিন এবং সময়: এপ্রিল ১৫, শুক্রবার, সন্ধ্যা ৭.৩০।

আরও পড়ুন: কেকেআর ম্যাচে গ্যালারিতে রহস্যময়ী! ভাইরাল মেয়ের পরিচয়ের খুঁটিনাটি বের করলেন সমর্থকরাই

লাইভ স্ট্রিমিং:
টিভিতে সরাসরি খেলা দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। ডিজনি প্লাস হটস্টার এপেও লাইভ স্ট্রিমিং উপভোগ করা যাবে।

পিচ রিপোর্ট:
আইপিএলে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে বেশ কিছু হাইস্কোরিং ম্যাচ দেখা গিয়ে6 এখনও পর্যন্ত। পেসাররা নতুন বলে সুইং আদায় করে নিয়েছেন। শিশির প্রভাব ফেলতে পারে। তাই টসজয়ী দল শুরুতে ফিল্ডিং করতে।চাইবে।

সানরাইজার্স হায়দরাবাদ সম্ভাব্য একাদশ:
অভিষেক শর্মা, কেন উইলিয়ামসন, রাহুল ত্রিপাঠি, আইডেন মারক্রাম, নিকোলাস পুরান, শশাঙ্ক সিং, জগদীশ সুচিত, ভুবনেশ্বর কুমার, মার্কো জ্যানসেন, উমরান মালিক, টি নটরাজন

কেকেআর সম্ভাব্য প্ৰথম একাদশ:
অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, স্যাম বিলিংস, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, রসিক সালাম দার

IPL Sunrisers Hyderabad KKR Kolkata Knight Riders
Advertisment