/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/03/kkr.jpeg)
হায়দরাবাদ ম্যাচে খেলতে নামার আগেই আইপিএলে বড়সড় আপডেট। গোটা মরসুমের জন্যই সিএসকে থেকে ছিটকে গেলেন দীপক চাহার। লিগ কর্তৃপক্ষের তরফে শুক্রবারই এই খবর কনফার্ম করা হল। ২০১৮ এবং ২০২১-এ দীপক চাহার চেন্নাইয়ের অন্যতম সেরা পারফর্মার ছিলেন।
চেন্নাইয়ের মত সমস্যা পড়েছে কেকেআর-ও। পিঠে চোট পাওয়ায় বাকি আইপিএলে আর পাওয়া যাবে না কাশ্মীরি স্পিড সেনসেশন রসিক সালাম দার। দু-বারের আইপিএল চ্যাম্পিয়নরা পরিবর্ত হিসাবে সই করাচ্ছে হর্ষিত রানাকে।
এদিকে, নিলামে কেকেআর ২০ লক্ষ টাকায় রসিককে কিনেছিল। মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস ম্যাচে খেলেন তিনি।
আরও পড়ুন: কেকেআর ম্যাচে গ্যালারিতে রহস্যময়ী! ভাইরাল মেয়ের পরিচয়ের খুঁটিনাটি বের করলেন সমর্থকরাই
একইসঙ্গে শুক্রবার আইপিএল সংসারে ফের হানা দিল করোনা। দিল্লি ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহার্ট করোনায় আক্রান্ত হয়েছেন। লিগের বিবৃতিতে জানানো হয়েছে, দিল্লি ক্যাপিটালসের মেডিক্যাল টিমের কড়া নজরদারিতে রয়েছেন তিনি।
🚨 NEWS 🚨: Deepak Chahar ruled out of #TATAIPL 2022, Harshit Rana joins Kolkata Knight Riders as a replacement for Rasikh Salam.
More Details 🔽https://t.co/HbP0FKpyhA— IndianPremierLeague (@IPL) April 15, 2022
গত মরশুমে ভারতে আইপিএল শুরু করার পরে মাঝপথে টুর্নামেন্টে বিঘ্ন ঘটায় করোনা। এবার একই পরিস্থিতির উদ্ভব ঘটায় বোর্ডের কপালে যথেষ্ট চিন্তার ছাপ।
যাইহোক, চাহার ছিলেন আইপিএল নিলামের তৃতীয় সর্বোচ্চ ক্রয়। তিনবারের আইপিএল চ্যাম্পিয়নরা ১৪ কোটি টাকায় কিনেছিল চাহারকে। তবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে তৃতীয় ওয়ানডে খেলার পরে কোয়াড্রিসেপ মাসলে চোট পান। তারপরে শ্রীলঙ্কা সিরিজ তো বটেই আইপিএল থেকেও ছিটকে গেলেন তিনি।
রিহ্যাব করার সময় এনসিএ-তে পিঠে নতুন করে চোট পেয়ে বসেন তারকা পেসার। একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে, চার মাস বাইরে কাটাতে হবে দীপক চাহারকে। আইপিএল সম্ভবনা শেষ। এখন টি২০ বিশ্বকাপেও তাঁর অংশগ্রহণ নিয়ে জোরালো সংশয় তৈরি হল।