scorecardresearch

দলের একনম্বর অস্ত্রকে বাইরে রেখেই লখনৌ ম্যাচে KKR! টসে জিতেও প্রবল চাপে নাইটরা

ভেঙ্কটেশ আইয়ারকে নাইটরা প্ৰথম একাদশে ফেরায় কিনা, সেটা ছিল দেখার। লখনৌ ম্যাচ নাইটদের কাছে মাস্ট উইন।

দলের একনম্বর অস্ত্রকে বাইরে রেখেই লখনৌ ম্যাচে KKR! টসে জিতেও প্রবল চাপে নাইটরা

জিতলেই প্লে অফ নিশ্চিত করে ফেলবে লখনৌ সুপার জায়ান্টস। অন্যদিকে, কেকেআরের কাছে এই ম্যাচ মাস্ট উইন। এমন ম্যাচেই কেকেআর একনম্বর অস্ত্রকে ছাড়া খেলতে নামল। কাফ মাসলে চোট পেয়ে নাইটদের জার্সিতে নামতে পারছেন না উমেশ যাদব। তার বদলে নাইটদের একাদশে এলেন হর্ষিত রানা।

দেখার ছিল, নাইটদের একাদশে ভেঙ্কটেশ আইয়ারের প্রত্যাবর্তন ঘটে কিনা। তবে আগের ম্যাচ থেকে একটি মাত্র পরিবর্তন ঘটিয়েই দল সাজাল কেকেআর। উমেশ যাদব বাদে বাকি একাদশ অপরিবর্তিত।

কেকেআর গুরুত্বপূর্ণ ম্যাচেই টসে জিতল। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার।

পাওয়ার প্লে-তে চলতি আইপিএলে বেগুনি জার্সিতে।নিয়মিত উইকেট তুলছেন উমেশ যাদব। আগের ম্যাচেও পাওয়ার প্লে-তে উইকেট পেয়েছিলেন তিনি। খরচ করেছিলেন মাত্র ২৪ রান।

আরও পড়ুন: মুম্বইয়ে চিরতরে বাদ পড়ছেন পোলার্ড! প্রাক্তন তারকার মন্তব্যে জল্পনা তুঙ্গে

নিঃসন্দেহে কেকেআরের চলতি মরশুমের একনম্বর বোলিং অস্ত্র উমেশ। তারকা পেসারকে ছাড়া খেলতে নেমে টসের সময় উমেশ যাদব জানিয়ে দিলেন, “উমেশের কাফ মাসলে সামান্য স্ট্রেন হয়েছে। ওঁর বদলে হর্ষিত রানা নামছে। আমরা বেশি পরিবর্তন ছাড়াই দল সাজানোর চেষ্টা করছি। তবে চোটের জন্য দলে পরিবর্তন আনতে হচ্ছে। উইকেট খুব শুকনো দেখাচ্ছে। শিশির ম্যাচে কোনও প্রভাব ফেলবে না। টুর্নামেন্টে ভালো শুরু না করলেও আমরা সামনের ম্যাচগুলোয় ভালো খেলতে বদ্ধপরিকর।”

লখনৌ একাদশেও একটি বদল ঘটেছে। প্ৰথম একাদশে ফিরলেন আবেশ খান। বাইরে কে গৌতম।

কেকেআর একাদশ:
ফিঞ্চ, বাবা ইন্দ্রজিৎ, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, অনুকূল রায়, হর্ষিত রানা, টিম সাউদি, শিভম মাভি

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2022 kkrs umesh yadav misses lsg clash due to calf muscle strain