Advertisment

KKR-এর বিরুদ্ধে বিরাট বদল মুম্বই স্কোয়াডে, সুপারস্টারকে বুধবার ফেরাচ্ছেন রোহিতরা

মুম্বইয়ের বিরুদ্ধে নাইট রাইডার্স খেলতে নামছে বুধবার। সেই ম্যাচের একাদশ অপরিবর্তিত থাকার সম্ভবনা।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আইপিএলে বুধবার পুণের এমসিএ মহারণে মুখোমুখি হচ্ছে কেকেআর এবং মুম্বই ইন্ডিয়ান্স। টুর্নামেন্টে দুরন্ত শুরু করেছে নাইট বাহিনী। তিনটে ম্যাচের দুটোতে জিতে লিগ তালিকায় দুই নম্বরে রয়েছে। অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্স আবার প্ৰথম দুই ম্যাচেই হেরে বসেছে।

Advertisment

এই কারণেই নাইটরা ম্যাচে ফেভারিট হিসাবে শুরু করবে। নিলামের আগে একাধিক তারকাকে ছেড়ে দিয়েছে মুম্বই। প্রত্যেক ম্যাচেই তাঁদের অনুপস্থিতি অনুভব করছে ইন্ডিয়ান্স ব্রিগেড। পান্ডিয়া ভাইরা মুম্বই ছেড়ে দিয়েছেন। দুই ভাইয়ের অনুপস্থিতিতে মুম্বইয়ের মিডল এবং লোয়ার মিডল অর্ডার দুই ম্যাচেই দুর্বল লেগেছে। বোলিংয়ে আবার জসপ্রীত বুমরা বাকিদের থেকে যোগ্য সহায়তা পাচ্ছেন না।

আরও পড়ুন: কুম্বলে চাপে রাখতেন তরুণ ক্রিকেটারদের! বোর্ডের কাছে ভয়াবহ অভিযোগ করেন কোহলি

তবে মুম্বইয়ের পক্ষে ভাল খবর, নিলাম থেকে ১৫.২৫ কোটিতে কেনা ঈশান কিষান তুখোড় ফর্মে রয়েছেন। তরুণদের মধ্যে নজর কেড়েছেন তিলক ভার্মা।

কেকেআরে নিখুঁত ক্রিকেট খেললেও বেশ কিছু বিষয়ে উন্নতির অবকাশ রয়েছে। ভেঙ্কটেশ আইয়ার এখনও গত সংস্করণের ফর্ম দেখাতে পারেননি। অজিঙ্কা রাহানে প্ৰথম ম্যাচে ৪৪ করলেও বাকি দুই ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারেননি। অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং নীতিশ রানার ব্যাটেও রান নেই। কেকেআরের হয়ে দুরন্ত ফর্মে পাওয়া গিয়েছে বোলার এবং লোয়ার অর্ডারকে।

অসাধারণ প্রত্যাবর্তন ঘটিয়েছেন উমেশ যাদব। তিনি ম্যাচে টানা নজর কাড়া পারফরম্যান্স মেলে ধরেছেন জাতীয় দলের স্পিডস্টার। তিন ম্যাচেই তাঁর নামের পাশে ৮ উইকেট। তাঁকে যোগ্য সহায়তা করছেন টিম সাউদি এবং সুনীল নারিনরা। শেষ ম্যাচে আন্দ্রে রাসেলের ৩১ বলে ৭০ রানের তান্ডবে কেকেআর সহজেই জয় ছিনিয়ে নিয়েছে।

আরও পড়ুন: একই বোলিং, একই অ্যাকশন! অস্ট্রেলিয়ায় পাওয়া গেল বাঁ হাতি দ্বিতীয় বুমরা, দেখুন ভিডিও

পিচ:

এমনিতে টস জিতলে শিশিরের কথা ভেবে সমস্ত দলই ফিল্ডিং নিচ্ছে। তবে শেষ ম্যাচে গুজরাট টাইটান্স ১৪ রানে হারিয়েছে দিল্লি ক্যাপিটালসকে। পুণের পিচে সাধারণত প্রাথমিকভাবে ব্যাটসম্যানদের সাহায্য করে। তবে খেলা যত এগোয় ততই স্পিনাররা সাহায্য পেয়ে থাকেন। টস জয়ী দল সাধারণত ফিল্ডিং নেওয়ার দিকে ঝুঁকবে।

কেকেআর সম্ভাব্য একাদশ:

কেকেআর একাদশে সম্ভবত কোনও পরিবর্তন ঘটবে না। প্যাট কামিন্স দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে তিনি নামছেন না বুধবার। কামিন্স খেললে বসতে হবে টিম সাউদিকে।

মুম্বই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ:

রোহিত শর্মার দলের সমস্যা অনেক। তাই মুম্বই সম্ভবত একাধিক পরিবর্তন ঘটিয়ে খেলতে নামবে। সূর্যকুমার যাদব ফিট হলে আনমোলপ্রীত সিংকে বাইরে বসতে হবে। বোলিংয়ে জয়দেব উনাদকার নামবেন সম্ভবত বাসিল থাম্পির জায়গায়। শেষ ম্যাচে এক ওভারে ২৬ রান খরচ করেছিলেন থাম্পি।

কেকেআর সম্ভাব্য প্ৰথম একাদশ:

অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, স্যাম বিলিংস, নীতিশ রানা, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, শিভম মাভি

মুম্বই ইন্ডিয়ান্স প্ৰথম একাদশ:

ঈশান কিষান, রোহিত শর্মা, আনমোলপ্রীত সিং/সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, কায়রণ পোলার্ড, টিম ডেভিড, ড্যানিয়েল স্যামস, মুরুগান অশ্বিন, জসপ্রীত বুমরা, টাইমাল মিলস, জয়দেব উনাদকাট

IPL KKR Mumbai Indians Kolkata Knight Riders
Advertisment