Advertisment

বাংলার এই তারকাতেই ধ্বংস নাইট রাইডার্স, চিনে নিন দেশের উঠতি সুপারস্টারকে

বাংলার সিমার দ্বিতীয় ম্যাচেই প্রভাব ফেললেন তিন উইকেট নিয়ে। হাসারাঙ্গা এবং আকাশদীপ দুজনে নাইট ব্যাটিং ধ্বংস করে দিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বাংলার ক্রিকেটাররা আইপিএলে ঠিকমত সুযোগ পেলে কী করতে পারেন, প্রমাণ হয়ে গেল বুধবারের কেকেআরের ম্যাচ। আরসিবির জার্সিতে জ্বলে উঠলেন বাংলার মিডিয়াম পেসার আকাশদীপ। তছনছ করে দিলেন নিজের শহরের ফ্র্যাঞ্চাইজিকেই।

Advertisment

জস হ্যাজেলউড নেই। এমন অবস্থায় কোহলি-ডুপ্লেসিসরা বাংলার তারকাকে অভিষেক ঘটিয়ে দিয়েছিলেন পাঞ্জাব কিংস ম্যাচে। আর দ্বিতীয় ম্যাচেই নিজের জাত চিনিয়ে নায়ক তিনি। হাসারাঙ্গার সঙ্গে জুটি বেঁধে কেকেআর ব্যাটিংকে ছারখার করে দিলেন। শ্রেয়স আইয়ারের দলের বিরুদ্ধে তাঁর শিকার তিন জন।

কেকেআরের বিরুদ্ধে চতুর্থ ওভারে ফাফ দুপ্লেসিস আকাশদীপের হাতে বল তুলে দিয়েছিলেন। নিজের প্ৰথম ওভারেই আকাশদীপ আউট করে দেন নাইট ওপেনার ভেঙ্কটেশ আইয়ারকে। ষষ্ঠ ওভারে বঙ্গ সিমারের শিকার কেকেআরের মিডল অর্ডারের অন্যতম স্তম্ভ নীতিশ রানা। তখনই কার্যত নিশ্চিত হয়ে যায় কেকেআর স্কোরবোর্ডে বড় স্কোর তুলতে পারবে না।

আরও পড়ুন: ম্যাচের পর ম্যাচ KKR-এ দুর্ব্যবহারের শিকার কুলদীপ! কাইফের ঝাঁঝালো তোপ মর্গ্যান-কার্তিককে

শেষদিকে টেলএন্ডার উমেশ যাদবকে আউট করে নিজের তিন উইকেট দখল সম্পূর্ণ করেন। হাসারাঙ্গাও সেরা পারফরম্যান্স করে আউট করে যান চারজনকে। গত মরশুমে বেগুনি টুপির মালিক হর্ষল প্যাটেলের শিকার দুজন। আরসিবির দুরন্ত এই বোলিংয়ের সামনে কেকেআর গুটিয়ে যায় মাত্র ১২৮ রানে।

কিন্তু হঠাৎ করেই আলোচনায় উঠে আসা কে এই আকাশদীপ? জন্ম ১৯৯৬-এর ১৫ ডিসেম্বর, বিহারের দেহরিতে। নাইটদের বিরুদ্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া স্পেলের নায়কের বয়স মাত্র ২৫ বছর ১০৫ দিন। বিহারে জন্ম হলেও ঘরোয়া ক্রিকেটে আকাশদীপ প্রতিনিধিত্ব করেন বাংলার হয়ে। নিলামে বেস প্রাইস ২০ লক্ষ টাকায় আকাশদীপকে কিনেছিল আরসিবি। ঘরোয়া ক্রিকেটে আকাশদীপ এখনও পর্যন্ত ২২ ম্যাচে ২৭ উইকেট নিয়েছেন। সেরা বোলিং পারফরম্যান্স ৩৫ রানের বিনিময়ে ৪ উইকেট। টি২০ ক্রিকেটে আকাশদীপের ইকোনমি রেট ৬.৬৬। যা যথেষ্ট আকর্ষণীয়। আইপিএলে ২ ম্যাচ খেলেই তাঁর সংগ্রহে ৪ উইকেট।

RCB KKR Kolkata Knight Riders Royal Challengers Bangalore IPL
Advertisment