উইকেটকিপার, ব্যাটসম্যান, ক্যাপ্টেন হিসেবে বিশ্বক্রিকেটে বন্দিত। আইপিএলে এবার সততা-য় এবার গোটা বিশ্বের কুর্নিশ আদায় করে নিলেন। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে রবিবার স্বমহিমায় ধরা দিয়েছিলেন তারকা। বয়স চল্লিশ পেরিয়ে গিয়েছে। তা সত্ত্বেও এখনই থামার কোনও লক্ষণ দেখাচ্ছেন না তিনি। কেরিয়ারের ৩৫০তম টি২০ ম্যাচে খেলতে নেমে ধোনি ভানুকা রাজাপক্ষেকে জন্টি রোডসের মত উড়ে গিয়ে রান আউট করলেন।
শিখর ধাওয়ান এবং রাজাপক্ষের মধ্যে ভুল বোঝাবুঝিতে লঙ্কান তারকাকে আউট হয়ে ফিরতে হয়। দুরন্ত ফিল্ডিংয়ে ধোনি নেটজগতে মুহূর্তেই ভাইরাল হয়ে গেলেন। তবে কিছুক্ষণ পরে আবারও ট্রেন্ডিং ধোনি। তবে সম্পূর্ণ অন্য কারণে। ধোনি বিশ্ব ক্রিকেটে অন্যতম নন্দিত ক্রিকেটার। রবিবার লিয়াম লিভিংস্টোনের ক্যাচ তালুবন্দি করার পরে ধোনি নিজেই জানিয়ে দিলেন ক্যাচ নিয়ে সংশয় রয়েছে নিজেরই।
আরও পড়ুন: জাদেজাকে বড় ইঙ্গিত দিয়েছিলেন ধোনি নিজেই! চাপে পড়ে মুখ খুললেন ক্যাপ্টেন নিজেই
ম্যাচের অষ্টম ওভারের ঘটনা। ডোয়েন প্রোটোরিয়াস লেগ স্ট্যাম্পে লেন্থ বল করেছিলেন। ফাইন লেগ দিয়ে বল হাঁকাতে চেয়েছিলেন ইংরেজ তারকা। তবে বল ব্যাটের কানায় লেগে পিছনে চলে যায়। ধোনি দুর্ধর্ষভাবে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ তালুবন্দি করেন। তবে ধোনি নিজেই নিশ্চিত ছিলেন না ক্যাচ যথার্থভাবে পাকড়েছেন কিনা। আম্পায়ার কোনও সিদ্ধান্ত নেওয়ার আগেই ধোনি স্কোয়ার লেগ আম্পায়ারের কাছে আর্জি জানালেন তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হওয়ার জন্য।
ভিডিও রিপ্লেতে দেখা যায়, বল হাওয়ায় থাকার সময়েই ধোনি বল তালুবন্দি করেছিলেন। তবে বল গ্লাভসের ফিঙ্গারটিপসে আটকে ছিল। সেই কারণে ধোনি ডাইভ মারার সময়েই বল মাঠ স্পর্শ করে যায়। সেই সময় হাফসেঞ্চুরির আগে ব্যাটিং করছিলেন লিভিংস্টোন। মোক্ষম সময়ে লাইফলাইন পান তিনি।
ধোনি ক্যাচ ঠিকঠাক তালুবন্দি করতে না পারলেও তাঁর এই মানসিকতা বিশ্বের কুর্নিশ আদায় করে নেয়। সোশ্যাল মিডিয়ায় সর্বত্র প্রশংসিত হতে থাকেন।
তার আগে ধোনি বয়সকে হারিয়ে পুরোনো চেহারায় ধরা দিয়েছিলেন। ভানুকা রাজপক্ষেকে দারুণ ক্ষিপ্রতায় আউট করেছিলেন তিনি। ক্রিস জর্ডানের থ্রো কালেক্ট করে ডাইভ দিয়ে স্ট্যাম্প ন নড়িয়ে দেন। ধোনি রবিবার কেরিয়ারের ৩৫০তম টি২০ ম্যাচ খেলতে নেমেছিলেন। দ্বিতীয় ভারতীয় হিসাবে রি অনন্য কীর্তির মালিক হলেন তিনি।