scorecardresearch

IPL শাসন করবেন, KKR-এর বিরুদ্ধে অভিষেকেই ব্যাটে হুঙ্কার ‘বেবি এবি’ ব্রেভিসের

কেন তাঁকে এবি ডিভিলিয়ার্সের উত্তরসূরি বলা হয়, আইপিএলের অভিষেক ম্যাচেই বুঝিয়ে দিলেন দেয়াল্ড ব্রেভিস।

IPL শাসন করবেন, KKR-এর বিরুদ্ধে অভিষেকেই ব্যাটে হুঙ্কার ‘বেবি এবি’ ব্রেভিসের

এলেন, দেখলেন এবং জয় করলেন। মুম্বইয়ের জার্সিতে দেওয়াল্ড ব্রেভিস আইপিএলে এভাবেই আত্মপ্রকাশ করলেন। তা-ও আবার তারকা খচিত নাইট রাইডার্সের বোলিংয়ের বিরুদ্ধে। করলেন ১৯ বলের ২৯। তবে আইপিএল অভিষেকে ছোট্ট ক্যামিও ইনিংসে বুঝিয়ে দিলেন বিশ্বক্রিকেটের কেন তিনি সবথেকে উত্তেজনাময় প্ৰতিভা।

টুর্নামেন্টের প্ৰথম দুটো ম্যাচে হারের পরে মুম্বই কেকেআরের বিরুদ্ধে মেগা ম্যাচে টিম ডেভিডকে বাইরে রেখে নামিয়ে দিয়েছিল ‘বেবি এবি’ দেওয়াল্ড ব্রেভিসকে। ফুটওয়ার্ক থেকে বাউন্ডারি, ওভার বাউন্ডারির মারার ভঙ্গিমা বারেবারেই একজনকে মনে করিয়ে দিল- স্বয়ং এবি ডিভিলিয়ার্স!

আরও পড়ুন: KKR vs MI: ১৫০ কিমির কাশ্মীরি পেসারকে নামিয়ে দিল নাইটরা! মুম্বই দলেও বিরাট চমক

শুরুতেই পুণের এমসিএ স্টেডিয়াম মাতিয়ে দিলেন ব্রেভিস। জোড়া ছক্কা, জোড়া বাউন্ডারিতে উত্তেজনা আমদানি করলেন ক্রিকেট মহলেও। অষ্টম ওভারে বরুণ চক্রবর্তীর ওভারে শেষে স্ট্যাম্পড আউট হলেন। তবে সেই ওভারেই বরুণকে প্ৰথম বলে স্কোয়ার লেগের ওপর দিয়ে ব্রেভিসের নো-লুক সিক্স নিয়ে আলোচনা চলবে দীর্ঘদিন। স্বল্পস্থায়ী হয়েও ব্রেভিসের ইনিংসে মুগ্ধ ক্রিকেট মহল।

মুম্বই একাদশে এদিন জোড়া বদল হয়েছিল। ব্রেভিসের সঙ্গেই মুম্বইয়ের জার্সিতে বুধবার নেমে পড়লেন সূর্যকুমার যাদবও। তিনি আনমোলপ্রীত সিংয়ের বদলে খেলতে নেমেই সুপারহিট। নাইট বোলারদের দাপটে একসময় ত্রাহি ত্রাহি রব উঠেছিল মুম্বই শিবিরে। ১১ ওভারে মুম্বই টপ অর্ডারের তিনজনকে হারিয়ে বসেছিল মাত্র ৫৪ রান তোলার ফাঁকে।সেখান থেকে ৮৩ রানের পার্টনারশিপ গড়ে মুম্বইকে ট্র্যাকে ফেরান সূর্যকুমার যাদব (৩৬ বলে ৫২) এবং তিলক ভার্মা (২৭ বলে ৩৮)। শেষ ওভারে কায়রণ পোলার্ড ঝড় তুলে ৫ বলে ২২করে মুম্বইকে ১৬১-তে পৌঁছে দেন। প্যাট কামিন্সের ওভারে তিনটে ছক্কা হাঁকান ক্যারিবীয় তারকা।

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2022 mumbai indians baby ab dewald brevis impresses on his ipl debut against kkr