বাঁ হাতি রহস্য পেসার! ৮ ম্যাচ হারের ধাক্কায় তাঁকে সই করিয়ে চমক মুম্বইয়ের

জঘন্যতম ফর্মে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এর মধ্যেই কুমার কার্তিকেয়কে সই করালো মুম্বই ইন্ডিয়ান্স।

জঘন্যতম ফর্মে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এর মধ্যেই কুমার কার্তিকেয়কে সই করালো মুম্বই ইন্ডিয়ান্স।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

চোট পেয়ে বাকি আইপিএল থেকে ছিটকে গেলেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা মহম্মদ আর্শাদ খান। তাঁর বদলে মুম্বই সই করাচ্ছে কুমার কার্তিকেয় সিংকে। দলের সঙ্গে আগেভাগেই ছিলেন কুমার কার্তিক। তবে স্কোয়াডের একজন বাইরে যেতেই শিকে ছিঁড়ল তাঁর কপালে।

Advertisment

২০১৮-য় অভিষেকের পরে মধ্যপ্রদেশের হয়ে তিন ফরম্যাটেই খেলছেন কুমার কার্তিকেয় সিং। বাঁ হাতি মিডিয়াম পেসার নেটে মুম্বইয়ের কোচিং স্টাফকে ভাল রকম প্রভাবিত করেছেন। কৌণিকভাবে বোলিং করে যিনি ব্যাটসম্যানদের দারুণভাবে বিভ্রান্ত করতে পারেন। তারপরেই তাঁকে নেওয়ার সিদ্ধান্ত হয়।

আইপিএলে সবথেকে সফলতম দল মুম্বই চলতি টুর্নামেন্টের ইতিহাসে নিকৃষ্টতম পারফরম্যান্স করে চলেছে। শুরুর আট ম্যাচেই হারতে হয়েছে মুম্বইকে। কোনও আইপিএলে এর আগে কোনও দল প্ৰথম সাত ম্যাচে হার হজম করেনি।

Advertisment

আরও পড়ুন: ১৫৩ কিমির আগুন ইয়র্কার ঝলসে দিল ঋদ্ধির স্ট্যাম্প, দেখুন উমরানের মারাত্মক ডেলিভারি

লখনৌয়ের বিরুদ্ধে শেষ ম্যাচে ৩৬ রানে হারের পরে মুম্বই অধিনায়ক রোহিত শর্মা বলে দিয়েছিলেন, নতুন দল হওয়ায় টিম ম্যানেজমেন্ট সকলকে পর্যাপ্ত সুযোগ দিতে চাইছে। ম্যাচের পরে রোহিত জানিয়ে দেন, "অন্য দল যেটা করে দেখাতে পারছে, সেটা আমরা পারছি না। এটাই আমাদের খারাপ লাগছে। দলের কোনও একজন যাতে যত বেশি সম্ভব ব্যাট করতে পারে, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। দলের মিটিংয়ে সকলেই নিজের মতামত জানাচ্ছেন।"

"দল হিসেবে সেটলড করতে চাই আমরা। সকলেই যাতে পর্যাপ্ত সুযোগ পেয়ে নিজেদের প্রমাণ করতে পারে, সেটাও আমাদের দেখতে হবে। আমিও ব্যক্তিগতভাবে সেটা চাই। দেশের হয়ে খেলার সময় ক্রিকেটারদের ভূমিকা আলাদা থাকে। এখানে ওঁদের কাছেই নতুন প্রত্যাশা রয়েছে আমাদের। খুব বেশি পরিবর্তনের পথে আমরা হাঁটছি না। সেরা কম্বিনেশন অনুযায়ী প্রত্যেক ম্যাচে দল নামানো হচ্ছে। যেভাবে আমরা পরিকল্পনা করেছিলাম, সিজন মোটেই সেভাবে চলছে না। তবে এরকম হতেই পারে।"

Mumbai Indians IPL