গ্রুপ পর্বের রুদ্ধশ্বাস সমাপ্তির দিকে এগিয়ে চলেছে আইপিএল। সমস্ত দলের কাছেই প্লে অফের জন্য সমীকরণ কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স যেমন চলতি আইপিএলের প্ৰথম দল হিসেবে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া নিশ্চিত করে ফেলেছে ইতোমধ্যেই। বাকি দলগুলোর শেষ চারে ফিনিশ করার জন্য মরিয়া হয়ে লড়াই চালাচ্ছে।
৮ দল থেকে ১০ দলে লিগের সম্প্রসারণ ঘটেছে। তবে প্লে অফের নিয়ম একই থাকছে। লিগ টেবিলের সেরা চার দলই প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করবে। বর্তমান সমীকরণ অনুযায়ী, গুজরাট টাইটান্স, রাজস্থান রয়্যালস, লখনৌ সুপার জায়ান্টস এবং আরসিবি প্লে অফের জন্য সুবিধাজনক পরিস্থিতিতে রয়েছে বাকি দলগুলোর থেকে।
আরও পড়ুন: বল ছুঁড়ে কোহলিকে সপাটে আঘাত! মুকেশের কাণ্ডে কী করলেন মহাতারকা, দেখুন ভিডিও
পাঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস এবং কেকেআরের কাছেও সেরা চারে ফিনিশ করার পর্যাপ্ত সম্ভবনা রয়েছে।
দেখে নেওয়া যাক কোন দল বর্তমানে কেমন অবস্থায় রয়েছে-
গুজরাট টাইটান্স: খেলেছে ১০টি ম্যাচ, জয় ৮টিতে, হার ২টিতে, পয়েন্ট ১৬, প্লে অফের জন্য জিততে হবে ১টি ম্যাচ, নেট রান রেট ০.১৫৮
লখনৌ সুপার জায়ান্টস: খেলেছে ১০টি ম্যাচ, জয় ৭টিতে, হার ৩টিতে, পয়েন্ট ১৪ প্লে অফের জন্য জিততে হবে ১টি ম্যাচ, নেট রান রেট ০.৩৯৭
রাজস্থান রয়্যালস: খেলেছে ১০টি ম্যাচ, জয় ৬টিতে, হার ৪টিতে, পয়েন্ট ১২, প্লে অফের জন্য জিততে হবে ২টি ম্যাচ, নেট রান রেট ০.৩৪
আরসিবি: খেলেছে ১১টি ম্যাচ, জয় ৬টিতে, হার ৫টিতে, পয়েন্ট ১২, প্লে অফের জন্য জিততে হবে ২টি ম্যাচ, নেট রান রেট -০.৩৪৪
সানরাইজার্স হায়দরাবাদ: খেলেছে ৯টি ম্যাচ, জয় ৫টিতে, হার ৪টিতে, পয়েন্ট ১০, প্লে অফের জন্য জিততে হবে ৩টি ম্যাচ, নেট রান রেট ০.৪৭১
পাঞ্জাব কিংস: খেলেছে ১০টি ম্যাচ, জয় ৫টিতে, হার ৫টিতে, পয়েন্ট ১০, প্লে অফের জন্য জিততে হবে ৪টি ম্যাচ, নেট রান রেট -০.২২৯
দিল্লি ক্যাপিটালস: খেলেছে ৯টি ম্যাচ, জয় ৪টিতে, হার ৫টিতে, পয়েন্ট ৮, প্লে অফের জন্য জিততে হবে ৪টি ম্যাচ, নেট রান রেট ০.৫৮৭
কেকেআর: খেলেছে ১০টি ম্যাচ, জয় ৪টিতে, হার ৬টিতে, পয়েন্ট ৮, প্লে অফের জন্য জিততে হবে ৪টি ম্যাচ, নেট রান রেট ০.০৬
সিএসকে: খেলেছে ১০টি ম্যাচ, জয় ৩টিতে, হার ৭টিতে, পয়েন্ট ৬, প্লে অফের জন্য জিততে হবে ৪টি ম্যাচ, নেট রান রেট -০.৪৩১
মুম্বই ইন্ডিয়ান্স: খেলেছে ৯টি ম্যাচ, জয় ১টিতে, হার ৮টিতে, পয়েন্ট ২, নেট রান রেট -০.৮৩৬, প্লে অফ থেকে ছিটকে গিয়েছে।
আরও পড়ুন: ক্রিকেটকে আগেই বিদায়, এবার অন্য খেলায় নামছেন ডিভিলিয়ার্স! সামনে এল হৈচৈ ফেলা খবর
সিএসকের ছাড়া বাকি সমস্ত দলের ভাগ্য নির্ধারণের ক্ষমতা নিজেদের হাতেই রয়েছে। প্লে অফে উঠতে হলে কেকেআরকেও বাকি চার ম্যাচের প্রতিটিতে জিততে হবে। অন্য কোনও দলের সামনে কেকেআরের মত কঠিন সমীকরণ অপেক্ষা করে নেই।
আইপিএলের নতুন দুই ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স এবং লখনৌ সুপার জায়ান্টস যেভাবে টুর্নামেন্টের অভিষেক সংস্করণেই পারফর্ম করেছে, তা অনেককেই অবাক করেছে। দুই দলই আর মাত্র একটি ম্যাচে জিতলেই প্লে অফের জায়গা পাকা করে ফেলবে। বাকিদের জন্য অবশ্য কঠিন লড়াই অপেক্ষা করছে।