আইপিএলের সবথেকে গুরুত্বপূর্ণ সপ্তাহ শুরু হয়ে গেল। এই সপ্তাহেই নির্ধারিত হয়ে যাবে ৭ দলের ভাগ্য- কেকেআর, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস, আরসিবি, সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়্যালস এবং লখনৌ সুপার জায়ান্টসের। রাজস্থান এবং লখনৌয়ের কাছে হারের পরে পাঞ্জাব কিংস এবং কেকেআর কার্যত প্লে অফের বাইরে। যদিও খাতায় কলমে এখনও সুযোগ রয়েছে ক্ষীণভাবে।
রবিবার দুপুরেই মুখোমুখি হচ্ছে আরসিবি এবং হায়দরাবাদ। সেই ম্যাচে আরসিবি জিতলে প্লে অফের আরও কাছে পৌঁছে যাবেন কোহলিরা। অন্যদিকে, প্লে অফের দৌড়ে থাকতে হলে হায়দরাবাদকেও জিততে হবে।
রবিবার সন্ধেয় মুখোমুখি হচ্ছে সিএসকে এবং দিল্লি। সিএসকে ইতিমধ্যেই প্লে অফের বাইরে চলে গিয়েছে। তবে দিল্লিকে হারিয়ে পন্থদের সম্ভবনা কমিয়ে দিতে পারে চেন্নাই। দিল্লি আবার জয় পেলে শেষ চারে পৌঁছে যাবে।
আরও পড়ুন: মুম্বইয়ে চিরতরে বাদ পড়ছেন পোলার্ড! প্রাক্তন তারকার মন্তব্যে জল্পনা তুঙ্গে
এখন দেখে নেওয়া যাক, কোন দলের সামনে কতটা সম্ভবনা রয়েছে-
গুজরাট টাইটান্স: লখনৌ কেকেআরকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গিয়েছে। গুজরাট শেষ ম্যাচ হেরেছে মুম্বইয়ের কাছে। গুজরাট এবং লখনৌ দু-দলেরই পয়েন্ট এক হলেও, নাইটদের বিরুদ্ধে বিশাল রানে জয় পেয়ে সুপারজায়ান্টসরা নেট রানরেটে এগিয়ে গিয়েছে গুজরাটের থেকে। টাইটান্স প্লে অফে কার্যত পৌঁছে গিয়েছে। আর একটা জয়েই প্লে অফের শিলমোহর পড়ে যাবে। আপাতত প্লে অফ নয়, গুজরাট প্ৰথম দুই স্থানে থাকা টার্গেট করছে। যাতে প্লে অফে সুবিধা পেতে পারে।
টাইটান্সের বাকি তিন ম্যাচ- লখনৌ, সিএসকে এবং আরসিবি
লখনৌ সুপার জায়ান্টস: কেকেআরকে ৭৫ রানে হারিয়ে প্লে অফের সীমানা প্রায় ছুঁয়ে ফেলেছে লখনৌ। ১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লখনৌ বর্তমানে লিগ টেবিলের শীর্ষে। বাকি তিন ম্যাচের একটিতে জিতলেই প্লে অফের দরজা সরকারিভাবে খুলে যাবে কেএল রাহুলদের জন্য।
লখনৌয়ের বাকি তিন ম্যাচ- গুজরাট, রাজস্থান রয়্যালস এবং কেকেআর
রাজস্থান রয়্যালস: পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জয় পেয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে রাজস্থান। বাকি তিন ম্যাচের যে কোনও দুটি জিতলেই প্লে অফ নিশ্চিত হয়ে যাবে সঞ্জু স্যামসনদের। তিনটির মধ্যে একটিতে জিতলে বাকি ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করে থাকতে হবে।
রাজস্থানের বাকি তিন ম্যাচ- দিল্লি ক্যাপিটালস লখনৌ, সিএসকে
আরও পড়ুন: আইপিএলে যোগ্য সম্মান পাইনি! কোটিপতি টাকার লিগ নিয়ে ভয়ানক অভিযোগ গেইলের
আরসিবি: বুধবার সিএসকের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে প্লে অফের সম্ভবনা বাঁচিয়ে রেখেছে আরসিবি। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে কোহলিরা আপাতত চতুর্থ স্থানে। বাকি তিন ম্যাচের তিনটিই জিততে হবে প্লে অফে যাওয়ার জন্য। জোড়া ম্যাচ জিতলে ১৬ পয়েন্ট নিয়েও প্লে অফে যেতে পারে আরসিবি, তবে সেক্ষেত্রে অন্য ম্যাচের ফলাফল বিবেচ্য হবে।
আরসিবির বাকি তিন ম্যাচ- হায়দরাবাদ, পাঞ্জাব এবং গুজরাট
দিল্লি ক্যাপিটালস: বৃহস্পতিবার হায়দরাবাদকে ২১ রানে হারিয়েছে দিল্লি। সেই জয়ে ভর করেই দিল্লি লিগ তালিকায় পঞ্চম স্থানে উঠে এসেছিল। টুর্নামেন্টের সেরা রানরেট আপাতত দিল্লির দখলে। শেষ চার ম্যাচের তিনটি জিতলেই প্লে অফ খেলতে পারবেন পন্থরা।
দিল্লির বাকি চার ম্যাচ- সিএসকে, রাজস্থান, পাঞ্জাব এবং মুম্বই
সানরাইজার্স হায়দরাবাদ: টানা তিন ম্যাচ হেরে প্লে অফে ওঠার রাস্তা দুর্গম করে তুলেছে হায়দরাবাদ। বাকি চার ম্যাচের মধ্যে হায়দরাবাদকে তিনটে ম্যাচ জিতলেও হবে শেষ চারের জন্য।
হায়দরাবাদের বাকি তিন ম্যাচ- আরসিবি, কেকেআর, পাঞ্জাব এবং মুম্বই
পাঞ্জাব কিংস: গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার মুখে রয়েছে পাঞ্জাব কিংস। রাজস্থানের বিরুদ্ধে ৬ উইকেটে হার প্লে অফ সম্ভবনায় আরও সমস্যা তৈরি করেছে। বাকি তিন ম্যাচে জিতলেই কেবল হবে না। বড় মার্জিনে জিততে হবে যাতে নেট রান রেট উন্নত হওয়ার সুযোগ থাকে।
পাঞ্জাবের বাকি তিন ম্যাচ- আরসিবি, দিল্লি এবং হায়দরাবাদ
কেকেআর: লখনৌয়ের কাছে ৭৫ রানে হেরে বসেছে ২৪ ঘন্টা আগেই। এতে প্লে অফের স্বপ্ন কার্যত শেষ নাইটদের। হিসাব বলছে শেষ তিন ম্যাচে কেকেআর জিতলে নাইটদের সর্বোচ্চ পয়েন্ট হতে পারে ১৪-এ। ঘটনাচক্রে, কেকেআরের রান রেট ভীষণই খারাপ, -০.৩০৪। এমন অবস্থায় পরের রাউন্ডে ওঠা প্রচন্ড শক্ত। স্রেফ তিনটে টানা জয়ই নয়, প্রতিদ্বন্দ্বিতায় থাকা বাকি দলগুলোকেও শেষের কয়েকটা ম্যাচে হারতে হবে। অর্থাৎ প্লে অফে যাওয়া কেকেআরের নিজস্ব নিয়ন্ত্রণে নেই। নিজেদের জয়ের সঙ্গেই বাকি ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে নাইট রাইডার্সকে।
আরও পড়ুন: শেষ ৭ ম্যাচে ৬ হার! এখনও প্লে অফে উঠতে পারে KKR, কীভাবে, মিলিয়ে নিন অঙ্কের হিসেব
কেকেআরের বাকি তিন ম্যাচ: মুম্বই, হায়দরাবাদ, লখনৌ
সিএসকে: আরসিবির বিরুদ্ধে সিএসকে শেষ ম্যাচে হারের সঙ্গেসঙ্গেই প্লে অফে ওঠার স্বপ্ন সরকারিভাবে খতম হয়ে গিয়েছে। ১০ ম্যাচে তিনটে জয় সমেত চেন্নাই আপাতত লিগের নবম স্থানে। বাকি তিনটে ম্যাচে জিতলে চেন্নাই সর্বোচ্চ ১৪ পয়েন্ট অর্জন করবে। যা প্লে অফের জন্য যথেষ্ট নয়।
সিএসকের বাকি চার ম্যাচ: দিল্লি, মুম্বই, গুজরাট এবং রাজস্থান
মুম্বই ইন্ডিয়ান্স: পাঁচবারের আইপিএল জয়ীরা চলতি মরশুম দ্রুত ভুলে যেতে চাইবেন। শুক্রবার গুজরাটকে হারিয়ে মুম্বই লিগের দ্বিতীয় জয় পেয়েছে। বাকি চারটে ম্যাচ জিতলে মুম্বইয়ের পয়েন্ট দাঁড়াবে ১২। যাতে প্লে অফ সম্ভব নয়।
মুম্বইয়ের বাকি চার ম্যাচ: কেকেআর, সিএসকে, হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালস