দিল্লি ক্যাপিটালস: ১৪৯/৩
লখনৌ সুপার জায়ান্টস: ১৫৫/৪
লো স্কোরিং থ্রিলারে শেষ হাসি হাসল লখনৌ সুপার জায়ান্টস। দিল্লি ক্যাপিটালসের ১৫০ রানের টার্গেট চেজ করে লখনৌ ২ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে গেল। লখনৌয়ের হয়ে দুরন্ত খেলে ম্যাচের সেরা কুইন্টন ডিকক। ৫২ বলে ৮০ করে যান তারকা।
ওপেনিং জুটিতে কেএল রাহুলের (২৫ বলে ২৪) সঙ্গে ৭৯ তুলে দিয়েছিলেন ডিকক। শেষ ওভারে জয়ের জন্য লখনৌয়ের দরকার ছিল ৫ রান। তবে শার্দূল ঠাকুর ওভারের প্ৰথম বলেই দীপক হুডাকে ফিরিয়ে দিয়ে উত্তেজনা সঞ্চার করেছিলেন। তবে শেষরক্ষা হয়নি। লখনৌয়ের নয়া ব্যাটিং সেনসেশন আয়ুশ বাদোনি ওভারের তৃতীয় এবং চতুর্থ বলে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচ ফিনিশ করে দেন।
তার আগে প্ৰথমে ব্যাট করতে নেমে দিল্লিকে টানেন পৃথ্বী শ (৩৪ বলে ৬১)। চলতি আইপিএলে প্রথম বার ব্যাট হাতে নেমে সুবিধা করতে পারলেন না ডেভিড ওয়ার্নার। ১২ বলে তাঁর অবদান মাত্র ৪ রান।
৭৪ রানে ৩ উইকেট হারিয়ে দিল্লি একসময় বেশ সমস্যায় পড়ে গিয়েছিল। তবে চতুর্থ উইকেটে ক্যাপ্টেন ঋষভ পন্থ (৩৬ বলে ৩৯) এবং সরফরাজ খান (২৮ বলে ৩৬) দিল্লিকে ১৪৯/৩ পর্যন্ত পৌঁছে দেন।