IPL 2022: RCB star Virat Kohli to become Mumbai Indians fan reason revealed Sports: কোহলি এবার থেকে মুম্বইয়ের সমর্থক! গভীর রহস্যের কারণ নিজেই জানালেন সুপারস্টার | Indian Express Bangla

কোহলি এবার থেকে মুম্বইয়ের সমর্থক! গভীর রহস্যের কারণ নিজেই জানালেন সুপারস্টার

আরসিবির ভাগ্য অনেকটাই নির্ভর করছে মুম্বই বনাম দিল্লি ম্যাচের ফলাফলের ওপর। দিল্লি হারলেই প্লে অফে উঠবে আরসিবি।

কোহলি এবার থেকে মুম্বইয়ের সমর্থক! গভীর রহস্যের কারণ নিজেই জানালেন সুপারস্টার

ক্রিকেট সত্যি মজার খেলা। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। কখনও সতীর্থ, কখনও আবার প্রতিপক্ষ। এভাবেই আইপিএল দুনিয়া এগিয়ে চলেছে। আইপিএলের ইতিহাসে আরসিবি এবং মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ মানেই ব্লকবাস্টার পয়সা উসুল। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। তবে আইপিএল শেষ হওয়ার আগেই কোহলি-রোহিতের ব্রোম্যান্স দেখার সুযোগ করে দিচ্ছে শেষ সপ্তাহ। শনিবার দিল্লির বিরুদ্ধে ম্যাচে নামার পরে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ফাফ ডুপ্লেসিস, বিরাট কোহলিদের সমর্থনের বন্যায় ভাসতে পারেন।

আরসিবি হৃদয় খুলে শনিবার মুম্বইকে সমর্থন করবে। কারণ সহজবোধ্য, দিল্লিকে মুম্বই আটকে দিলেই প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করে ফেলবেন কোহলিরা।

আরও পড়ুন: হেটমায়ারের স্ত্রীকে জড়িয়ে অশ্লীল যৌন মন্তব্য! গাভাসকারের কাণ্ডে অস্থির বিতর্কে উত্তাল IPL

লিগ তালিকায় বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে আরসিবি। অন্যদিকে, এক ম্যাচ কম খেলে দিল্লির ১৩ ম্যাচে প্রাপ্ত পয়েন্ট ১৪। ১৪ ম্যাচে আরসিবি রয়েছে ১৬ পয়েন্টে। মুম্বইকে হারালেই দিল্লি ১৬ পয়েন্টে ছুঁয়ে ফেলবে আরসিবিকে। দু-দলের একই পয়েন্ট হওয়ায় নেট রানরেট বিচার্য হবে। নেট রানরেটে দিল্লি আরসিবির থেকে অনেকটাই এগিয়ে, দিল্লির ০.২৫৫, আরসিবির -০.২৫৩।

তাই দিল্লিকে প্লে অফে উঠতে হলে জিততেই হবে। হারলেই বিদায়। এমন সমীকরণের সামনে বিরাট কোহলি গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচের পরেই ডুপ্লেসিসকে বলে দিয়েছিলেন, “ঠিকঠাক থাকার চেষ্টা করছি। আপাতত দু-দিনের বিশ্রাম নেব এবং মুম্বইকে সমর্থন করব। মুম্বইয়ের আরও দুজন সাপোর্টার (তিনি এবং ডুপ্লেসিস) বাড়ল। না, ভুল বললাম, আরও ২৫ জন মুম্বইকে সমর্থন করবে শনিবার। আমাদের স্টেডিয়ামেও থাকতে দেখা যেতে পারে।” ডুপ্লেসিস কোহলির কথার মাঝেই মুম্বইকে চিয়ার করার ভঙ্গিতে বলে যান, ‘মুম্বই, মুম্বই’।

Stay updated with the latest news headlines and all the latest Ipl news download Indian Express Bengali App.

Web Title: Ipl 2022 rcb star virat kohli to become mumbai indians fan reason revealed

Next Story
অন্য দলের ভরসায় বসে নেই! কোহলিদের তুলোধোনা করে বোমা ক্যাপিটালস মালিক জিন্দালের