Advertisment

লজ্জার ব্যাটিং ভরাডুবি কেকেআরের, হাসারাঙ্গার ঘূর্ণিতে তাসের ঘরের মত ভাঙল নাইটরা

প্ৰথমে ব্যাট করতে নেমে ভরাডুবি হল নাইট রাইডার্সের। মাত্র ১২৮ রানে অলআউট কেকেআর।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

কেকেআর: ১২৮/১০

Advertisment

আগের ম্যাচেই সিএসকেকে উড়িয়ে দিয়েছিল নাইট রাইডার্স। দ্বিতীয় ম্যাচে আরসিবির বিরুদ্ধে যে এরকম বিপর্যয় অপেক্ষা করছে, কে ভেবেছিল। প্ৰথমে ব্যাট করতে নেমে পুরো ২০ ওভার-ও খেলতে পারল না নাইট রাইডার্স। মাত্র ১৮.৫ ওভারেই কেকেআর অলআউট ১২৮-এ। ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং আকাশদীপের বলে কেকেআরের নাভিশ্বাস উঠে গেল। অবিশ্বাস্যভাবে হেভিওয়েট ব্যাটিং লাইন আপ আত্মসমর্পণ করে বসল ১০ উইকেট খুঁইয়ে।

কেউই এদিন ব্যাট হাতে নূন্যতম প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। সর্বোচ্চ স্কোর আন্দ্রে রাসেলের ২৫। বাকিরা কেউ ২০ পেরোতেও পারেননি। অজিঙ্কা রাহানে (৯), ভেঙ্কটেশ আইয়ার (১০), শ্রেয়স আইয়ার (১৩), নীতিশ রানা (১০), সুনীল নারিন (১২), স্যাম বিলিংস (১৪), সেলডন জ্যাকসন (০) সবাই অসহায়ভাবে আত্মসমর্পণ করে বসলেন লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং আকাশদীপের সামনে।

ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ঘূর্ণিতে কেকেআরের নাভিশ্বাস তুললেন হাসারাঙ্গা এবং বাংলার মিডিয়াম পেসার আকাশদীপ। চার ওভারে ২০ রান খরচ করে হাসারাঙ্গা তুলে নিলেন শ্রেয়স আইয়ার, শেলডন জ্যাকসন, সুনীল নারিন এবং টিম সাউদিকে। অন্যদিকে আকাশ দীপের তিন শিকারের তালিকায় ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা এবং উমেশ যাদব। জোড়া উইকেট নিয়েছেন হর্ষল প্যাটেলও।

তার আগে টসে জিতে আরসিবি প্ৰথমে ফিল্ডিং নিয়েছিল। কোহলিরা অপরিবর্তিত একাদশ নামালেও কেকেআর শিভম মাভিকে বসিয়ে টিম সাউদিকে দলে রেখেছে।

কেকেআর প্ৰথম একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, স্যাম বিলিংস, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শেলডন জ্যাকসন, উমেশ যাদব, শিভম মাভি/ টিম সাউদি, বরুণ চক্রবর্তী

আরসিবি প্ৰথম একাদশ:
ফাফ ডুপ্লেসিস, অনুজ রাওয়াত, বিরাট কোহলি, বিরাট কোহলি, দীনেশ কার্তিক, শেরফানে রাদারফোর্ড, শাহবাজ আহমেদ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ডেভিড উইলি, হর্ষল প্যাটেল, মহম্মদ সিরাজ, আকাশদীপ

RCB KKR Kolkata Knight Riders Royal Challengers Bangalore IPL
Advertisment